শের-ই-বাংলায় ওয়ার্নকে স্মরণ
৫ মার্চ ২০২২ ১৫:৪২
শেন ওয়ার্নের হঠাৎ মৃত্যুতে স্তব্ধ ক্রিকেট বিশ্ব। ৫২ বছর বয়সী ওয়ার্নের বিদায় অনেকের যেন বিশ্বাসই হচ্ছে না। স্বাভাবিকভবে শোকের ছায়া পড়েছে বাংলাদেশ ক্রিকেটেও। ওয়ার্নের স্মরণে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
রোববার (৫ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে ওয়ার্ন স্মরণে ১ মিনিট নিরবতা পালন করেছেন বাংলাদেশ ও আফগানিস্তান দুই দলের ক্রিকেটাররা।
এ সময় প্রেসবক্সে থাকা সাংবাদিকগণও শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করেন। স্টেডিয়ামের গ্যালারীতে থাকা কয়েক হাজার দর্শককেও ওয়ার্নের স্মরণে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান।
গতকাল না ফেরার দেশে পারি জমান অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে থাইল্যান্ডের কোহ সামুই শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
শেন ওয়ার্ন ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫ টেস্ট খেলে ৭০৮ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন ওয়ার্ন।