Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৭ মার্চ ২০২২ ১৩:৪৭

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার পর এবার দ্বিতীয় ম্যাচেও হার টাইগ্রেসদের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি নেমে আসে ২৭ ওভারে। ডানেডিনে সোমবার বাংলাদেশ ১৪০ রান তোলে। বিশ্বকাপে বাংলাদেশকে প্রথম ফিফটি এনে দেন ফারজানা। জবাবে ৪২ বল হাতে রেখে ৯ উইকেটে বিশাল জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

বৃষ্টি বিঘ্নিত ডানেডিনে ২৭ ওভারের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। পাওয়ার প্লে থেকে ফারজানা এবং শামীমা উদ্বোধনী জুটি ৫ ওভারে তুলে ফেলে ৪১ রান। শুরুটা দুর্দান্ত হলেও হঠাত ছন্দ পতন। ৩৬ বলে ৩৩ রান করে শামীমা ফেরেন ড্রেসিংরুমে। এরপর স্যাটার্থওয়েট দুই উইকেট তুলে নিলে বাংলাদেশ চাপে পড়ে।

বিজ্ঞাপন

তবে উইকেটের এক প্রান্তে ফারজানা ব্যাট ছুটিয়ে ৬০ বলে পূর্ণ করেন অর্ধশতক। ম্যাকাইয়ের বলে ড্রাইভ করে ক্রিজের একটু বাইরে দাঁড়িয়ে ছিলেন ফারজানা। ম্যাকাই নিজের বলে ফিল্ডিং করে চোখের পলকে থ্রো করে ভেঙে দেন স্টাম্প। ৫২ রানে রান আউট হয়ে ফেরেন ফারজানা।

শেষ দিকে আর কেউ ইনিংস বড় করতে না পারায় নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৪০ রান তোলে বাংলাদেশ। মাত্র ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুজি বেটস এবং অ্যামিলিয়া কারের দুর্দান্ত জুটিতে ৯ উইকেটের বড় জয় পায় স্বাগতিকরা। এর আগে সালমা খাতুনের লেংথ বল পুল করতে গিয়ে সোফি ডিভাইন বোল্ড হন ১৪ রানে। এরপর আর পা হড়কায়নি নিউজিল্যান্ড।

বেটস ৬৮ বলে ৭৯ রান এবং অ্যামিলিয়া অপরাজিত থাকেন ৩৭ বলে ৪৭ রান করে।

তিন দিনের মধ্যে দুই ম্যাচের পর একটু বিরতি পাচ্ছে বাংলাদেশ। পরের ম্যাচ আগামী সোমবার পাকিস্তানের বিপক্ষে হ্যামিল্টনে।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোরকার্ড

বাংলাদেশ: ২৭ ওভার; ১৪০/৮; (শামীমা ৩৩, ফারজানা ৫২, নিগার ১১, রুমানা ১, সোবহানা ১৩, রিতু ৪, সালমা ৯, লতা ৯*, জাহানারা ২, নাহিদা ০*); (তাহুহু ২-০-১৯-০, জেস কার ৫-১-২৪-০, জেনসেন ৩-০-১৮-১, অ্যামিলিয়া কার ৬-০-২৮-০, ম্যাকাই ৬-০-২৪-১, স্যাটার্থওয়েট ৫-০-২৫-৩)।

নিউজিল্যান্ড: ২০ ওভার; ১৪৪/১; (ডিভাইন ১৪, বেটস ৭৯*, অ্যামিলিয়া কার ৪৭*); (জাহানারা ৩-০-২৫-০, তৃষ্ণা ৩-০-১৭-০, সালমা ৪-০-৩৪-১, নাহিদা ৫-১-৩১-০, রিতু মনি ২-০-১৩-০, রুমানা ২-০-১৪-০, লতা ১-০-৯-০)।

ফলাফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী।

সারাবাংলা/এসএস

ওয়ানডে বিশ্বকাপ নারী ওয়ানডে বিশ্বকাপ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ বাংলাদেশের হার

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর