Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির মধ্যেই খেলতে হয়েছে— বিশ্বকাপে বাংলাদেশ অধিনায়কের ক্ষোভ


৭ মার্চ ২০২২ ১৮:২৫

নারী বিশ্বকাপে ঠিকভাবে এগুতে পারছে না বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ হারা বাংলাদেশ আজ দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে। স্কোরকার্ড বলছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্যাটিং-বোলিং কোনটিই ভালো হয়নি বাংলাদেশের। তবে ম্যাচ শেষে বড়সড় অভিযোগ তুললেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। বলেছেন, বৃষ্টির মধ্যেই খেলা চালানো হয়েছে। জয়-পরাজয় ছাপিয়ে খেলোয়াড়দের চোটমুক্ত থাকার চিন্তাটাই নাকি বেশি ছিল বলেছেন বাংলাদেশ অধিনায়ক।

সোমবার (৭ মার্চ) ডানেডিনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের আগে থেকেই ডানেডিনের আকাশে বৃষ্টি। যাতে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আসে ২৭ ওভারে। বৃষ্টি থামেনি, সেই অবস্থাতেই ম্যাচ চালানো হয়েছে বলছেন নিগার।

প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ ইনিংসে বৃষ্টি ছিল। বৃষ্টির প্রকোপ বেশি ছিল বাংলাদেশের বোলিংয়ের সময়। দুরের ফিল্ডাররা বল দেখতে পারছিলেন না। নিগার জানালেন, বলের আঘাত চোট পাওয়ার ভয় ছিল বাংলাদেশি ক্রিকেটারদের।

২৭ ওভারের ম্যাচে  ১৪০ রান তুলেছিল আগে ব্যাটিং করা বাংলাদেশ। পরে ২০ ওভারে নয় উইকেটে ম্যাচ জিতে যায় স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সংগ্রহ যা ছিল বোর্ডে, তা খুবই ভালো ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে চিত্র পুরো ভিন্ন ছিল। বৃষ্টি ছিল অনেক বেশি ও আবহাওয়ার অবস্থা খেলার উপযুক্ত ছিল না। তবু আমরা খেলেছি। বোলাররা গ্রিপ করতে সমস্যা অনুভব করেছে। আউটফিল্ডে যারা ফিল্ডিং করেছে, এত বৃষ্টি হচ্ছিল যে বল দেখতেও কষ্ট হচ্ছিল।’

নিগার বলেন, ‘ফিল্ডারদের নিরাপদে ম্যাচ শেষ করা নিয়ে দুর্ভাবনায় ছিলাম আমি। কারণ আরও ৫টি ম্যাচ বাকি আছে। আমার খেলোয়াড়রা যদি নিরাপদ থাকে, তাহলেই বাকি ম্যাচগুলো খেলতে পারব। লড়াইটা করব যাদের নিয়ে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ফিল্ড আম্পায়ারকে আপত্তির কথা জানিয়েও লাভ হয়নি জানালেন নিগার। তিনি বলেন, ‘এখন আপনারা বলতে পারেন যে এটা অজুহাত, কারণ প্রথম ইনিংসেও বৃষ্টি ছিল। কিন্তু আসলে তা নয়। প্রথম ইনিংসে বৃষ্টির জোর এত ছিল না, আমাদের ব্যাটিংয়ে সময় কন্ডিশন তুলনামূলক ভালো ছিল। আমাদের বোলিং-ফিল্ডিংয়ের সময় বৃষ্টি অনেক ভারী ছিল। ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের ভাবতে হবে। বিশ্বকাপের পরও অনেক খেলা আছে আমাদের। মাঠে যখন ছিলাম, আম্পায়ারকে জিজ্ঞেস করেছিলাম যে এই কন্ডিশনে খেলা চালিয়ে যাব কিনা। তারা বারবার বলছিলেন যে, ‘চালিয়ে যান।’ সেক্ষেত্রে মাঠে আমার আর বেশি কিছু করার থাকে না। কিন্তু মাঠের বাইরে অবশ্যই যতটুকু কাজ করা যায়, কথা বলে ম্যাচ রেফারিকে জানাব যে কন্ডিশন এরকম ছিল বা পরের ম্যাচে কী কী করলে ভালো হবে।’

নারী ওয়ানডে বিশ্বকাপ নিগার সুলতানা বাংলাদেশ নারী ক্রিকেট দল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর