Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলস্টপের সময় চলে এসেছে: সুজন

স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২২ ১৮:৩১

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে নতুন এক বোমা ফাটিয়েছেন সাকিব আল হাসান। তাতেই সাকিবকে নিয়ে সোমবার (৭ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। এবার বিসিবি সভাপতির পর মঙ্গলবার (৮ মার্চ) খালেদ মাহমুদ সুজন জানালেন, যথেষ্ট হয়েছে, এবার ফুলস্টপের সময় এসেছে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন প্রশ্ন তুললেন সাকিবের বিরতি চাওয়ার সময়টা নিয়ে।

বিজ্ঞাপন

সুজন বলেন, ‘এখন ফুলস্টপের সময় চলে এসেছে। যথেষ্ট হয়েছে। আপনি বিসিবিকে চালাতে পারেন না। চাইলেই কেউ বলতে পারে না যে আমি খেলব কিংবা খেলব না। কেউ যদি খেলতেই চায় তাহলে ঠিকমতো খেলতে হবে। যদি খেলতে না চায় তাহলে বলে দিতে হবে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে খানিক বিরতি নিতে চান সাকিব আল হাসান। কদিন পরেই জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সিরিজ। এর মধ্যেই একদিন আগে সাকিব জানিয়েছেন, এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য মানসিক ও শারীরিক দিক দিয়ে ফিট নন তিনি।

সাকিবের এই বিরতি নেওয়ার প্রসঙ্গে সুজন বলেন, ‘যদি বিরতি চায়, তাহলে একবারে বিরতি নিক। কেউ তাকে আটকাবে না। প্রেসিডেন্টও বলতে চেয়েছিলেন এভাবে। হয়তো বা তিনি একটু আস্তে বলেছেন। আমি একটু জোরে।’

সাকিব দুবাই থেকে ফেরার পর কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন খালেদ মাহমুদ। তবে এটিও জানিয়ে দিলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি। এব্যাপারে সুজন আরও বলেন, ‘নিশ্চিতভাবেই চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নেবে। বিসিবির প্রোডাক্ট ওরা। বিসিবি ওদের প্রোডাক্ট না। বিসিবি কোনো ব্যক্তির জন্য না। বিসিবির জন্যই ওরা। নিশ্চিতভাবেই ওরা বাংলাদেশ ক্রিকেটের মূল স্টেকহোল্ডার। কিন্তু এই স্টেকহোল্ডারের জন্য তো বিসিবির অনেক বিনিয়োগ ছিল। অনূর্ধ্ব-১৪, ১৫, ১৭… তাদেরকে তৈরি করে তোলা, এই করা সেই করা। তাদের পেছনে তো বিসিবি অনেক খরচ করেছে সেই সময়। ঠিক না! বিসিবি তো তাদের অভিভাবক। আমাদের সবার অভিভাবক বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আমরা কেউ না, তারাও না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

খালেদ মাহমুদ সুজন নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি প্রেসিডেন্ট সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর