Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনুতপ্ত সাইফউদ্দিন, ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বিসিবি


৮ মার্চ ২০২২ ১৯:৩১

বেফাঁস মন্তেব্যের জেরে আলোচিত অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। একদিন আগে কোচিং প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাইফ। সেই খবর প্রচারে সাংবাদিকদের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। সাইফের এমন আচরণে অসন্তুষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যাচ জালাল ইউনুস জানান, সাইফের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেটা ভাবছে বোর্ড।

বিজ্ঞাপন

ইনজুরির কারণে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের বাইরে সাইফ। গত বিপিএলে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলার ইচ্ছায় বিসিবি সাড়া দেয়নি চোট পুরোপুরি সারেনি বলে। ফেব্রুয়ারিতে উন্নত চিকিৎসার কারণে সাইফউদ্দিনকে লন্ডন পাঠিয়েছিল বিসিবি। চোটের এই পুরো সময়েই সাইফকে গাইডলাইন দিয়েছে বিসিবি।

এদিকে একদিন আগে তরুণ অলরাউন্ডার গণমাধ্যমকে বলেন, এই কয়েক মাসে তার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ করেনি কোচিং প্যানেল। তার খোঁজ রাখেনি টিম ম্যানেজমেন্ট। কথাটি নিশ্চিতভাবেই ভালো লাগেনি বিসিবির। আজ মঙ্গলবার (৮ মার্চ) সাইফকে তলব করে এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বিসিবি। পেস অলরাউন্ডার দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

পরে সাংবাদিকদের দোষেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘(বিসিবিকে) কঠোর তো আপনারা (সাংবাদিক) করছেন, আপনারা তিলকে তাল বানান। ছোট একটা জিনিসে বড় ফাক তৈরি করে ফেলেন। আমি আসলে তাদের (কোচদের) বিরুদ্ধে বলিনি। আপনারা যারা সাংবাদিক আছেন, তারা বক্তব্যের অপব্যবহার করেছেন। আমি হয়তো বুঝাতে চেয়েছি অন্যভাবে। আমারও কিছু কথা আমি বুঝিয়ে বলতে পারিনি, এটা আমারই ভুল। এগুলো নিয়েই কথা হয়েছে, কেন এগুলো বললাম, আমি তো বিসিবির টাচে ছিলাম, রিহ্যাবে ছিলাম।’

সাংবাদিকদের সাইফউদ্দিন বলেন, ‘আজকে ক্রিকেট বোর্ড, আমরা ক্রিকেটাররা যদি না থাকি তাহলে আপনাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা যদি দেশের বাইরে ট্যুর না করে, বিশ্বকাপের মতো বড় মঞ্চে অংশগ্রহণ না করি, আপনারাও দেশের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করতে পারবেন না। আমাদের সতর্ক থাকতে হবে, আর আপনাদের পেশাদারিত্ব বাড়াতে হবে।’

বিজ্ঞাপন

এদিকে, সাইফউদ্দিনের অমন মন্তব্যে রীতিমতো অবাক বিসিবি। বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘বোর্ডের বিরুদ্ধে যদি কিছু বলার থাকে, সরাসরি বলতে পারে, সমালোচনা করতে পারে। কিন্তু আমাদের সঙ্গে বলতে পারত। এটা যদি সত্যি হতো, সম্পূর্ণ একটা সত্যিকে সে এড়িয়ে গেল। এটা আমাদের কাছে অবাক লেগেছে। এজন্য তাকে আমরা জিজ্ঞেস করেছি। এখন আমরা সিদ্ধান্ত নেব তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়।’

জালাল ইউনুস বলেন, ‘আমরাই তাকে ডেকেছিলাম। কারণ আমাদের কাছে অবাক লেগেছে। সবচেয়ে অবাক হয়েছি যে সে বলেছে নাকি সাড়ে পাঁচমাস তার সঙ্গে টিম ম্যানেজমেন্ট বা কোচিং স্টাফ কেউ যোগাযোগ করেনি। এটা নিয়ে খুবই আশ্চর্য হয়েছি যে সে কীভাবে এ কথাটা বলল! কারণ সাড়ে ৫ মাসের বেশি সময় ধরে সে একটা প্রোগ্রামের মধ্য ছিল। আমাদের ফিজিও বায়েজিদ, আমাদের কোচিং ম্যানেজমেন্ট, ওর সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রেখেছিল এবং তাকে রিহাব প্রোগ্রাম দেওয়া হয়েছিল।’

কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে নিয়ে নিজের মন্তব্য নিয়ে সাইফ আজ বলেন, ‘আপনারা জানেন গতকাল আমি সংবাদমাধ্যমে কথা বলেছিলাম। ওই কথাগুলো আমার হয়তো বলা উচিত হয়নি। বিশেষ করে আমি হতাশা থেকে কথাগুলো বলেছিলাম। আমি একটা কর্মসূচির মধ্যে ছিলাম। কিছুদিন আগেও বোর্ড আমাকে টাকা খরচ করে লন্ডন পাঠিয়েছে। এগুলো না বলে আমি আসলে বেফাঁস কিছু কথা বলে ফেলেছি। যার কারণে আমি নিজেও অনুতপ্ত।’

বিসিবি মোহাম্মদ সাইফউদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর