Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের দাপুটে জয়


১৮ মার্চ ২০২২ ২০:০৩

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপ ক্রিকেটার্সের। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেয়নি তারুণ্যনির্ভর দলটি। লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল দেশের ঘরোয়া ক্রিকেটের সফলতম দলটি। সিটি ক্লাবকে আজ ৬ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

একদিন আগে নিজেদের প্রথম ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১৪৭ রানে হেরেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছিল তারুণ্যনির্ভর দলটি। এক দিনের ব্যবধানে আজ জ্বলে উঠল দুই বিভাগেই। আগে বোলিং করে সিটি ক্লাবকে ১৯৯ রানে আটকে রেখে পরে ৪৬.৪ ওভারে জয়ের জন্য ২০০ রান তুলে ফেলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিজ্ঞাপন

শুক্রবার (১৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে সিটি ক্লাবকে ব্যাটিংয়ে পাঠান গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক আকবর আলী। সিদ্ধান্তটা যে সঠিক ছিল সেটা তার বোলাররা প্রমাণ করেছেন দারুণভাবেই। সিটি ক্লাবকে ১৯৯ রানেই আটকে রেখেছেন গাজী গ্রুপের বোলাররা।

এতে বড় অবদান তরুণ কাজী অনিক ইসলামের। ৯.৫ ওভারে মাত্র ৩০ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়েছেন। সিটি ক্লাবের হয়ে আশিকুল ইসলাম নাইম সর্বোচ্চ ৫১ রান করেছেন। রাজিবুল ইসলামের ব্যাট থেকে এসেছে ৩১ রান।

পরে জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দারুণ ব্যাটিং করেছেন ওপেনার মেহেদি মারুফ। শুরু থেকে নিয়মিত বিরতিতে অবশ্য উইকেট হারিয়েছে দলটি। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন মারুফ। মনে হচ্ছিল সেঞ্চুরি পেয়ে যাবেন অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু দলীয় ৯০ রানের মাথায় রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরেছেন তিনি।

বিজ্ঞাপন

তাতে অবশ্য গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয় পেতে কষ্ট হয়নি। অধিনায়ক আকবর আলি (২৭) ও জোহাইব খান (১৮) বাকি কাজটা সেরেছেন ভালোভাবেই। ছয় উইকেট নেওয়া গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাজী অনিক ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন।

গাজী গ্রুপ ক্রিকেটার্স ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর