Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন টপ অর্ডারকে হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২২ ১৪:৫৩

জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়াটাই যেন ভুল ছিল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। মাত্র ২৩ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটার তামিম ইকবাল, লিটন দাস এবং সাকিব আল হাসানকে হারিয়েছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওয়ানডের ন্যয় ধীর শুরুর সিদ্ধান্তই নিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার। তবে প্রথম ওয়ানডের ন্যয় উইকেট ধরে রাখতে পারেননি তামিম-লিটন। ইনিংসের তৃতীয় ওভারে লুঙ্গি এনগিডিরর দ্বিতীয় বলে কেশভ মহারাজের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তামিম। দলীয় মাত্র ৭ রানের মাথায় ব্যক্তিগত ৪ বলে ১ রানে ফেরেন টাইগার অধিনায়ক।

বিজ্ঞাপন

এরপর প্রথম ওয়ানডেতে ফিফটি হাঁকানো লিটন ও সাকিবে ভরসার স্বপ্ন দেখে বাংলাদেশ। কিন্তু পরে ওভারে স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ হতেই তামিমের পথে হাঁটেন সাকিব আল হাসানও। চতুর্থ ওভারে রাবাদার করা তৃতীয় বলটি একটু লাফিয়ে উঠে চমকে দিয়েছিল সাকিবকে, এতেই সাকিবের ব্যাটে হালকা ছুঁয়ে কভারে থাকা ভেররেনের তালুবন্দি হন তিনি। ৬ বল খেলে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমের পথে হাঁটেন সাকিব।

মাত্র ৮ রানে দুই টপ অর্ডারকে হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ বিপর্যয়ে পড়ে ইনিংসের ৮ম ওভারে এসে। এবারে ২১ বলে ১৫ রান করা লিটন দাস রাবাদার দ্বিতীয় শিকারে পরিণত হয়। এতেই মাত্র ২৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং তরুণ ইয়াসির আলী চৌধুরী রাব্বি মিলে প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০ রান। উইকেটে আছেন, মুশফিক ৮ এবং ইয়াসির ১ রানে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

ওয়ানডে সিরিজ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর