Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারিবারিক সংকট বুঝতে দিচ্ছেন না সাকিব


২৩ মার্চ ২০২২ ০২:১০

পরিবারের পাঁচ সদস্য হাসপাতালে ভর্তি। সন্তান, মা, শাশুড়ী এবং স্ত্রী- বলতে গেলে সাকিবের পুরো পরিবারই অসুস্থ। এমন অবস্থায় অন্য কেউ হলে কী করতেন কে জানে, তবে দেশের হয়ে খেলবেন বলে সেসব ছেড়ে পরিবারের কাছে ছুটে আসার সিদ্ধান্ত নেননি সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ ব্যবধানের সমতা। শেষ ম্যাচ মাঠে গড়াবে রাত পোহালে। এই ম্যাচটা জিততে পারলে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ। এমন সুযোগের সামনে দাঁড়িয়ে পরিবারের টানে ফিরতে চাননি সাকিব। তিনি জানেন তার চলে আসা মানে দলের কম্বিনেশন নষ্ট হয়ে যাওয়া। দক্ষিণ আফ্রিকায় দলীয় ইতিহাস গড়তে মরিয়া সাকিব তাই পরিবারিক প্রয়োজনের বিষয়টি ‘কুরবানি’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তবে দেশে না ফিরলেও ছোট্ট বাচ্চা ও বৃদ্ধ মা এবং শাশুড়ী এক সঙ্গ অসুস্থ হলে কারোরই মন স্থির থাকার কথা নয়। সাকিবের মনের ওপর দিয়ে কতো ঝড় বয়ে যাচ্ছে কে জানে! তবে সতীর্থদের সেটা বুঝতে দিচ্ছেন না সাকিব। সব কিছু একপাশে রেখে মন দিচ্ছেন মাঠের ক্রিকেটে। সতীর্থরাও তাকে ফুরফুরে রাখার চেষ্টা করে যাচ্ছেন।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমনটিই বলছিলেন মেহেদি হাসান মিরাজ, ‘আমরা জানি, সাকিব ভাই মানসিকভাবে খুব শক্ত সব সময়ই। পরিবারের এই ইস্যুটা অনেক বড় ইস্যু। সবাই তাকে সহযোগিতা করছে এবং সেও ভালো খেলছে। আসলে পরিবার খারাপ থাকলে তো একটু খারাপ লাগে। তবে সবাই তাকে সহযোগিতা করছে, সব খেলোয়াড়রাই।’

নির্বাচক হাবিবুল বাশার সুমনও জানালো তেমনটিই, ‘সে খুব ভালো আছে। নিশ্চিতভাবে ওর মনের মধ্যে কিছু একটা আছে আমরা সবাই বুঝতে পারি। কিন্তু ও সেটা কারো সামনে প্রকাশ করছে না। খুব ইতিবাচক আছে। ড্রেসিংরুমে এই বিষয় নিয়ে কেউ কোনো আলাপ করছে না। ও ওর মতো আছে। দেখে ভালো লাগছে যে, ও যে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে ড্রেসিংরুমে কাউকে বুঝতে দিচ্ছে না। এটা খুব ভালো।’

বিজ্ঞাপন

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর