২৫ বছর বয়সেই অবসর নিলেন অ্যাশলে বার্টি
২৩ মার্চ ২০২২ ১৫:৪৯
৪৪ বছর পর কোনো অস্ট্রেলিয়ান নারী টেনিস তারকা হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যাম। আর তার মাত্র কয়েক সপ্তাহ পরেই সবাইকে চমকে দিয়ে অবসরের ঘোষণা দিলেন অ্যাশলে বার্টি।
টেনিসের এক নম্বর বাছাই অ্যাশলে বার্টি সবাইকে চমকে দিয়েছেন এক ঘোষণার মাধ্যমে। বুধবার মাত্র ২৫ বছর বয়সে টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবসরের ঘোষণায় তিনি বলেন, ‘আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এখন অন্য স্বপ্নপূরণের পথে হাঁটতে চাই।’
তিনি জানিয়েছেন, গত বছর উইম্বলডন জিতেই তিনি টেনিস ছাড়তে প্রস্তুত ছিলেন। তিনবারের গ্রান্ডস্লাম জয়ী অ্যাশলে বার্টি আরও বলেন, আমার কাছে সাফল্য মানে সামর্থ্যের সবকিছু দিতে পারা, যতটুকু সম্ভব। যা অর্জন করেছি তাতে আমি সন্তুষ্ট। আমি খুশি কারণ আমি জানিয়ে নিজের সেরাটা দিতে কতটা পরিশ্রম করতে হয়।’
বার্টি ২০১৯ সালে ফ্রেঞ্চ ওপেন এবং ২০২১ সালে উইম্বলডন শিরোপা জেতেন। আর এই বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন না পাওয়ার আক্ষেপও পূরণ করে নেন।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে বার্টি আরও বলেন, ‘নিজের সেরাটা বের করে আনতে কতটা কাজ করতে হয়, আমি তা জানি… আমার মধ্যে তা আর অবশিষ্ট নেই। শীর্ষ পর্যায়ে নিজেকে চ্যালেঞ্জ জানানোর নেই শারীরিক তাড়না, মানসিক শক্তি এবং অন্য সবকিছু যা প্রয়োজন, আমার তা আর নেই।’
টেনিস ক্যারিয়ারে এই পর্যন্ত বার্টি সর্বমোট ১৫টি একক ও ১২টি দ্বৈত ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। যার মধ্যে তিনটিই ছিল একক গ্যান্ড স্ল্যাম শিরোপা।
সারাবাংলা/এসএস