Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রোটিয়াদের চেপে ধরেছেন তাসকিন-সাকিব

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২২ ১৮:১৮

মেহেদি হাসান মিরাজের আঘাতে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর তাসকিন আহমেদ এবং সাকিবের দুর্দান্ত বোলিং দক্ষিণ আফ্রিকার টপ অর্ডারকে ধসিয়ে দিয়েছেন। কাইল ভেররেন্নের উইকেট নেওয়ার পর তাসকিন ফিরিয়েছেন জানেমান মালানকেও। আর তাতেই ৭১ রানে চার উইকেট হারিয়েছে প্রোটিয়ারা।

ইনিংসের ৭ম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন কুইন্টন ডি কক। এরপর কাইল ভেররেন্নেকে নিয়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জানেমান মালান। তবে নিজের তৃতীয় ওভারে বল হাতে এসেই ভেররেন্নেকে ফিরিয়ে জুটি বড় করার সুযোগ দেননি তাসকিন।

বিজ্ঞাপন

১৩তম ওভারের তৃতীয় বলে স্টাম্পের বেশ বাইরে বল করেছিলেন তাসকিন। আর লাইনের বাইরের বল খেলতে গিয়েই ব্যাটার কোণায় লেগে বোল্ড হন ভেররেন্নে। ১৬ বলে একটি চারে ৯ রান করে তিনি ফিরেছেন দলীয় ৬৬ রানে।

ডি কককে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন মিরাজ

এরপর মালানকেও ইনিংস বড় করতে দেননি তাসকিন। পরের ওভারে বল হাতে এসেই তুলে নিয়েছেন এই ওপেনারকে। ১৫তম ওভারের ৫ম বলে মালানকে উইকেটের পেছেন মুশফিকুর রহিমের তালুবন্দি করিয়েছেন তাসকিন। আউট হওয়ার আগে ৫৬ বলে ৭টি চারে ৩৯ রান করেন মালান। দলীয় ৬৯ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে দক্ষিণ আফ্রিকার।

পরের ওভারে বল হাতে এসে বাভুমাকে তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ১৬তম ওভারের পঞ্চম বলে সাকিব আল হাসানের বল খেলতে গিয়ে পরাস্ত হন বাভুমা আর তাতেই বল আঘাত হানে তার পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ারও। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাভুমা। ১১ বলে ২ রান করে ফেরেন তিনি। এতেই ৭১ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে প্রোটিয়াদের।

বিজ্ঞাপন

এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১৬ ওভারে ৪ উইকেটে ৭১ রান। উইকেটে আছেন, ডুসেন ২ এবং মিলার ০ রানে।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

তাসকিন আহমেদ তৃতীয় ওয়ানডে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর