দ. আফ্রিকায় সিরিজ জয়ী দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
২৪ মার্চ ২০২২ ০১:৪২
দক্ষিণ আফ্রিকায় অবিস্মরণীয় এক কীর্তি গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ দিনের ব্যবধানে প্রোটিয়াদের তাদের মাঠেই দুবার হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। অথচ এর আগে দক্ষিণ আফ্রিকায় একটি জয়ও ছিল না টাইগারদের। অসাধারণ এই অর্জনে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে দলের সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কদিন পর থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজেও ক্রিকেটাররা দারুণ পারফর্ম করতে সর্বাত্মক চেষ্টা করবেন এমন প্রত্যাশা করেছেন তিনি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে হেরে অবশ্য সিরিজ সমতা হয়েছিল। আজ সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদের আগুনঝড়া বোলিংয়ে ১৫৪ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। তাসকিন মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট নেন। পরে তামিম ইকবালের অপরাজিত ৮৭ রানের কল্যাণে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ৩১ মার্চ থেকে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ৮ এপ্রিল থেকে।
সারাবাংলা/এসএস