Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোড়া সেঞ্চুরিতে লিজেন্ডস অব রূপগঞ্জের তৃতীয় জয়


২৮ মার্চ ২০২২ ২০:৫৯

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) স্বপ্নের সময় কাটছে নাঈম ইসলামের। লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে এবারের ডিপিএলে এখন পর্যন্ত পাঁচ ইনিংস খেলে দুই সেঞ্চুরি করেছেন নাঈম। অভিজ্ঞ ক্রিকেটার সেঞ্চুরির সম্ভবনা জাগিয়েছিলেন বাকি তিন ইনিংসেও। আজ অপরাজিত ১১৪ রানের ঝকঝকে একটা ইনিংস খেলেছেন নাঈম। সেঞ্চুরি পেয়েছেন লিজেন্ডস অব রূগঞ্জের অপর ব্যাটার চিরাগ জানিও। দুই সেঞ্চুরিতে ডিপিএলে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি।

বিজ্ঞাপন

সোমবার (২৮ মার্চ) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে ডিএলএস পদ্ধতিতে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৯ রানে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। নাঈমের ডিপিএলের পাঁচ ইনিংস যথাক্রমে- ৯২, ৯৫, ৯১, ১২৪ ও ১১৪*। আজ বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। জয়ের জন্য ৪৩ ওভারে লিজেন্ডস অব রূপগঞ্জের টার্গেট দাঁড়ায় ২২৯।

রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলাররা শুরুতে অবশ্য ভড়কে দিয়েছিল। ৫ রানের মধ্যে দুই ওপেনারকে তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। সেখান থেকেই জানি ও নাঈমের প্রতিরোধ। তৃতীয় উইকেটে ২৩৮ রানের জুটি গড়েন দুজন। ম্যাচের ভাগ্য সেখানেই অনেকটা নির্ধারণ হয়ে যায়।

দলীয় ২৪৩ রানের মাথায় জানি ১০৯ বল খেলে ১২২ রান করে ফিরলেও নাঈম অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। জানির ইনিংসে চারের মার ৮টি, ছক্কা ৬টি। নাইম ১৩০ বল খেলে ৮টি চার ২টি ছক্কায় ১১৪ রান করে অপরাজিত ছিলেন।

এর আগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্সের হয়ে আজ আবারও রান পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা জাকির হোসেন। ওপেনিংয়ে নেমে ৮২ বল খেলে ৭টি চার ৩টি ছয়ে ৯১ রান করেছেন জাকির। অপরাজিত বাবার ব্যাট থেকে এসেছে ৭১ রান। বাকিদের মধ্যে কেউ বড় ইনিংস খেলতে পারেনি। ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২৯৪ রান তুলেছিল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।

লিগে দিনের অপর ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নাজমুল হক অপুর স্পিনে ১৮৫ রানে গুটিয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরে রনি তালুকদার ও মোহাম্মদ হাফিজের ব্যাটে বড় জয় নিশ্চিত করেছে মোহামেডান। রনি তালুকদার ওপেনিংয়ে নেমে করেন ৫৭ রান। ৫৮ বলে ৫০ রান করেছেন হাফিজ।

বিজ্ঞাপন

ডিপিএল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর