Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাংকিংয়ে ১৫ ধাপ এগুলেন তাসকিন, সেরা দশে সাকিব


৩০ মার্চ ২০২২ ২১:১৭

দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছে বাংলাদেশ। দুর্দান্ত সিরিজ জয়ে দলীয় র‍্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উঠেছে টাইগাররা। উন্নতি হচ্ছে ব্যক্তিগত র‌্যাংকিংয়েও। ওয়ানডে র‌্যাংকিংয়ে বড় লাভ দিয়েছেন তাসকিন আহমেদ, সাািকব আল হাসানরা।

বুধবার (৩০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। যাতে বোলিং র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন তাসকিন। ওই ম্যাচ জিতে সিরিজও জিতেছিল বাংলাদেশ। অমন পারফরম্যান্সে ১৫ ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ের ৩৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন।

বিজ্ঞাপন

সাকিব আল হাসান শেষ ওয়ানডেতে ২৪ রান খরচায় ২ উইকেট নিয়েছিলেন। তাতে বোলিং র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে সেরা দশে ঢুকে পড়েছেন বাংলাদেশি তারকা।  আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় সাকিব এখন ৮ নাম্বারে।

ব্যাটিংয়ে উন্নতি হয়েছে তামিম ইকবালের। শেষ ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ৮৭ রানের  গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন তামিম। যাতে চার ধাপ এগিয়ে ব্যাটিং র‌্যাংকিংয়ের ২০ নাম্বারে জায়গা করে নিয়েছেন তিনি। ওই ম্যাচে ৪৮ রান করা লিটন দাস এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসান আছেন যথারীতি সবার উপরে। ব্যাটিংয়ের শীর্ষে যথারীতি বাবর আজম, বোলিংয়ে ট্রেন্ট বোল্ট।

আইসিসি তাসকিন আহমেদ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর