Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিততেই মাঠে নামবে বাংলাদেশ


৩১ মার্চ ২০২২ ০৩:১২

দেশের মাটিতে অনেক বছর ধরে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত হলেও দেশের বাইরে পারফরম্যান্স আহামরি নয় বাংলাদেশের। বিশেষ করে সাদা পোশাকের ক্রিকেটের পরিসংখ্যান যাচ্ছে-তা। কিন্তু চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডে গিয়ে টেস্ট জিতে টাইগাররা যেন আত্মবিশ্বাসটা পেয়ে গেছেন, টেস্ট ক্রিকেটে এখন দেশের বাইরেও জয় সম্ভব। রাত পোহালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্য একটা টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ বললেন, সিরিজ জয়ের মিশন নিয়েই মাঠে নামবে তার দল।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের টেস্ট অতীত বড্ডই বাজে। এখন পর্যন্ত তিনটি সফরে দক্ষিণ আফ্রিকায় মোট ৬ টেস্ট খেলে প্রতিটিই হেরেছে বাংলাদেশ। যার মধ্যে ইনিংস ব্যবধানে হারতে হয়েছে ৫ টেস্টে! তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন।

আইপিএলে ডাক পাওয়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা খেলছেন না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ। কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি, ফন ডার ডুসেন, এইডেন মার্করামরা খেলছেন না বাংলাদেশ সিরিজ। এতে বড় ধরনের পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকা একাদশে। স্কোয়াডে থাকা চারজন ক্রিকেটারের ইতোমধ্যে অভিষেকই হয়নি।

সেরা কয়েকজন তারকার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার চেয়ে অভিজ্ঞতার দিক দিয়ে বাংলাদেশই এগিয়ে। দক্ষিণ আফ্রিকা পুরো দলের অভিজ্ঞতা ২০৬ টেস্ট খেলার। যেখানে বাংলাদেশ স্কোয়াডের সম্মিলিত টেস্ট সংখ্যা ৩৬২টি। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে হয়তো আমরা বাড়তি সুবিধা পেতে পারি। তবে ওদেরও কিন্তু সুবিধা থাকবে। কারণ ঘরের মাঠের সুবিধা ওরা পাবে। সুবিধা ওরাও পাবে, আমরাও পাব। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, পাঁচদিন ১৫টা সেশন যারা ভালো ক্রিকেট খেলবে, চাপ ধরে রাখতে পারবে, ভালো জায়গায় বল করতে পারবে, ব্যাটিং ভালো করতে পারবে, তারাই ম্যাচটা জিততে পারবে। এখানে চাপের ব্যাপারগুলো ধরে রাখা জরুরি, কীভাবে সাড়া দিচ্ছেন, কীভাবে ব্যাটিং-বোলিং করছেন।’

জেতার জন্যই তার দল মাঠে নামবে বলছেন মুমিনুল হক। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি তো সবসময় বলি, যখন খেলি তখন জেতার জন্যই খেলি। অবশ্যই ম্যাচ জেতার জন্যই খেলব। তার আগে কিছু কাজ থাকে, যেগুলো করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্রক্রিয়াগুলো অনুসরণ করা। লক্ষ্য অবশ্যই ম্যাচ জেতা, ভালো ক্রিকেট খেলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রক্রিয়া ধরে রাখা। পাঁচ দিন আমরা যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি, ফল আমাদের পক্ষে আসবে।’

বিজ্ঞাপন

কদিন আগে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে  বাংলাদেশ। টেস্ট অদিনায়ক বললেন, ওই বিষয়টিও কাজে লাগবে খেলার মাঠে, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই আছে। আপনি যখন বিদেশের কন্ডিশনে দুটি সিরিজ খেলতে আসবেন, একটি সিরিজ জিতে গেলে আত্মবিশ্বাস সবার তুঙ্গে থাকে।’

বাংলাদেশ-দাক্ষিণ আফ্রিকা সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর