Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাঞ্চের পরেই দুই ওপেনারকে ফেরাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২২ ১৭:৫৭

ডিন এলগার আর সারেল আরউইয়ের উদ্বোধনী জুটি বাংলাদেশকে পুড়িয়েছে পুরো সকাল। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী জুটির পরীক্ষায় নিতে পারেননি তাসকিন-এবাদত-খালেদরা। টেস্টে ওয়ানডের মতোই ব্যাট চালিয়েছেন ডিন এলগার। নিজের অর্ধশতক এরপর উদ্বোধনী জুটি নিয়েছেন শতরানে। এরপরই জোড়া আঘাত হেনেছে খালেদ আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ।

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকা তাদের ব্যাটিং ইনিংসটা শুরুই করে বাউন্ডারি হাঁকিয়ে। এরপর দুই ওভারে তোলে ১২ রান। তাসকিন আহমেদের শুরুটা হলো একটু অগোছালো। পরে একটু গুছিয়ে নিলেও বিপজ্জনক হতে পারেননি। ইবাদত হোসেন চৌধুরির লাইন-লেংথ বেশ গোছানো শুরু থেকেই। তবে বাংলাদেশের দুই পেসারকে ভালোভাবেই সামলে নিলেন ডিন এলগার ও সারেল এরউইয়া। নবম ওভারে তৃতীয় পেসার সৈয়দ খালেদ আহমেদকে বল তুলে নেন মুমিনুল।

বিজ্ঞাপন

টেস্টে বেশ ধীরেসুস্থেই ব্যাট করে তখানে এলগার। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সেই এলগারের দেখা মিলল না। শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন তিনি। মাত্র ৬১ বলেই ৯টি চারে পূর্ণ করলেন অর্ধশতক। ক্যারিয়ারের ৭৫টি টেস্টে এটি তার দ্বিতীয় দ্রুততম ফিফটি। দ্রুততম ফিফটিও বাংলাদেশের বিপক্ষেই, ২০১৭ সালে ব্লুমফন্টেইনে ৬০ বলে।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত উদ্বোধনী জুটি তোলে ৯৫ রান। এরপর ফিরেই দলীয় শতকপূর্ণ করেন তারা। তবে শতকপূর্ণ করার পর আর বেশিদূর এগোতে পারেনি এই  জুটি। ৩৩তম ওভারের তৃতীয় বলটি গুড লেংথে করেন খালেদ। বলটি লিটন দাসের তালুবন্দি হওয়ার আগে এলগারের ব্যাট ছুঁয়ে যায়। আউট হওয়ার আগে ১০১ বলে ১১টি চারে ৬৭ রান করেন ডিন এলগার। দলীয় ১১৩ রানে প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

এরপর আর বেশি সময় টিকতে পারেননি আরেক ওপেনার সারেল আরউই। এক ওভার পরে অর্থাৎ ৩৫তম ওভারে এসে মেহেদি হাসান মিরাজের বলে পরাস্ত হয়ে বোল্ড হন আরউই। ১০২ বলে ৬টি বাউন্ডারিতে ৪১ রান করেন তিনি।

এই রিপোর্ট লেখা অবধি দক্ষিণ আফ্রিকা ৩৫ ওভারে ২ উইকেটে ১১৯ রান তুলেছে। উইকেটে কেগান পিটারসন ৫ এবং টেম্বা বাভুমা ১ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টপ নিউজ দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ প্রথম টেস্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর