Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই টেস্ট খেলতে ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২২ ১৯:০৩ | আপডেট: ৩১ মার্চ ২০২২ ১৯:০৫

বাংলাদেশে টেস্ট খেলতে আসার সূচি আগেই চূড়ান্ত করেছিল শ্রীলংকা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনস্থ সিরিজ খেলতে আসবে শ্রীলংকা। এই সিরিজে দুটি ম্যাচ খেলবে লংকানরা।

এই সিরিজকে সামনে আগামী ৮ মে বাংলাদেশ আসবে লংকানরা। সিরিজের দুটি টেস্টের মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আর দ্বিতীয়টি হবে মিরপুর শের-ই-বাংলাতে। সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১৫ থেকে ১৯ মে। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে ২৩ থেকে ২৭ মে।

বিজ্ঞাপন

টেস্ট সিরিজ মাঠে গড়ানোর আগে অবশ্য ১১ থেকে ১২ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে লংকানরা। প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। এবারের সফরে লংকানরা কেবল দুটি টেস্টই খেলবে। এবারে থাকছে না রঙিন পোশাকের কোনো ম্যাচ।

আসিসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশ চারটি টেস্ট খেলে একটি জয় আর তিনটি পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে অবস্থান করছে। আর শ্রীলংকা চার টেস্টে দুটি করে জয় এবং পরাজয়ে ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পাঁচে। এবারের আসরে এখন পর্যন্ত ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা। এরপর যথাক্রমে ৭৭ পয়েন্ট নিয়ে ভারত তিনে, ৪৪ পয়েন্ট পাওয়া পাকিস্তানের অবস্থান চারে। আর বাংলাদেশের সমান ১৮ পয়েন্ট নিয়েও ৯ নম্বরে ইংল্যান্ড।

পয়েন্ট বেশি নিয়েও ভারতের তিনে থাকার কারণ আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিয়মের পরিবর্তন। এবারের আসরে শতকরা পয়েন্ট জয়ের হার বিবেচনা করে দলগুলো অবস্থান দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএস

টপ নিউজ টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর