জীবন পেয়েও ফিফটি করতে পারেননি লিটন
২ এপ্রিল ২০২২ ১৭:১৯
একবার আম্পায়ার আউট দিলেন, রিভিউ নিয়ে বাঁচলেন লিটন। আর আরেকবার আম্পায়ার নট আউট জানালে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। আর রিভিউতে হেরে যায় স্বাগতিকরা। এছাড়াও লিটনের ক্যাচও ফেলেছেন প্রোটিয়া ফিল্ডাররা। এতগুলো জীবন পেয়েও শেষ পর্যন্ত ৪১ রানে ফিরেছেন লিটন দাস।
ইনিংসের তখন ৬৭ ওভারের খেলা চলছে। বাংলাদেশ পিছিয়ে ২১৫ রানে, ফলোঅন এড়াতেও দরকার আরও ১৩ রানের। এমন মুহূর্তে কট বিহাইন্ডের আবেদন করে প্রোটিয়ারা, আম্পায়ার অনড় থাকলে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। তবে রিভিউতে দেখা যায় বল লিটনের ব্যাটে স্পর্শ করেনি।
তিন ওভার পরে ৭০তম ওভারের শেষ বলে হারমারের বলে কট বিহাইন্ডের জোরাল আবেদন প্রোটিয়াদের। এবার আম্পায়ার কিছুক্ষণ ভেবে আঙুল উঁচিয়ে আউট দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রিভিউ নিলেন লিটন। রিভিউয়ে দেখা গেল লিটনের ব্যাটের অনেক দূর দিয়েই বল বেরিয়ে গেছে। বেঁচে গেলেন লিটন।
৭৬তম ওভারে এসে লিটনকে আউট করার সবচেয়ে সহজ সুযোগ পায় প্রোটিয়ারা। এবারেও বল হাতে সেই হারমার। ৭৬তম ওভারের চতুর্থ বল অনসাইড দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে ক্লিপ করেন লিটন কিন্তু তার ক্যাচটি কেউ ধরতে না পারলে বেঁচে যান এই যাত্রাতেও।
তবে মধ্যাহ্ন বিরতির পর আর টিকতে পারেননি লিটন দাস। এতগুলো জীবন পেয়েও ছুঁতে পারেননি অর্ধশতক। মধ্যাহ্ন বিরতির পর ফিরেই প্রথম ওভারের দ্বিতীয় বলে উইলিয়ামসের বলে বোল্ড হন লিটন। আউট হওয়ার আগে ৯২ বলে ৪১ রান করেন লিটন। আর বাংলাদেশ ১৮৩ রানে হারায় ষষ্ঠ উইকেট।
লিটনের ফেরার পর উইকেটে এসেছেন ইয়াসির আলী রাব্বি। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ৮৭ ওভারে ৬ উইকেটে ২০৫। জয় ৮৯ এবং ইয়াসির ১৩ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ ১৬২ রানে পিছিয়ে আছে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা: ১২১ ওভার; ৩৬৭/১০; (এলগার ৬৭, আরউই ৪১, পিটারসেন ১৯, বাভুমা ৯৩, রিকেল্টন ২১, ভেরেইনা ২৮, মালদার ০, কেশভ ১৯, হারমার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২); (তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)।
বাংলাদেশ: ৮৭ ওভার; ২০৫/৬; (জয় ৮৯*, সাদমান ৯, শান্ত ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ১, লিটন ৪১, ইয়াসির ১৩*); (অলিভিয়ের ১২-৩-৩৪-০, উইলিয়ামস ১৪-২-৩৪-২, হারমার ৩০-৯-৭৬-৪, কেশভ মহারাজ ৩০-১২-৪৯-০, এলগার ১-০-৮-০)।
টস: বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস