Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলমেটে মাথা ঠুকে উদযাপন বেইরস্টোর!


১৫ ডিসেম্বর ২০১৭ ১৩:৪৬

সিনিয়র করেসপন্ডেন্ট

বলটা ফাইন লেগের দিকে ঠেলে দিয়েই জয়ধ্বনির চিৎকার করলেন। হেলমেট খুলে লাফিয়ে উঠলেন শুন্যে, মুঠো পাকিয়ে বুনো উল্লাসই বলে দিচ্ছিল এই সেঞ্চুরিটা তার জন্য কতটা প্রার্থিত ছিল। অন্য পাশের সঙ্গী ডেভিড মালানকে গিয়ে আলিঙ্গন করলেন একটু পর, ইংলিশ ড্রেসিংরুমে তখন হাততালির জোয়ার। তবে এরপর জনি বেইরস্টো চমকে দিলেন সবাইকে। চুমু খাওয়ার পর মাথা ঠুকলেন হেলমেটে। একবার, দুবার… তিন  বার। পেছনে পড়ে আসা কালো দাগটাও যেন ঝেড়ে ফেললেন।

বিজ্ঞাপন

পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনেই আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) তিন অঙ্কে পৌঁছে গেছেন বেইরস্টো। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি এটি, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম। তবে নিজের জন্যই এই ইনিংসটা হয়ে থাকবে ‘ভেরি ভেরি স্পেশাল’। বেশ কয়েক দিন থেকেই যে একটা কেলেঙ্কারি আততায়ীর মতো তাড়া করে ফিরছিল!

ঘটনার শুরু প্রথম টেস্টে। প্রচারমাধ্যমে খবর এলো, পানশালায় অস্ট্রেলিয়ার ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে ঠোকাঠুকি হয়েছে তার। ব্যাপারটা সেখানেই সীমাবদ্ধ থাকেনি, ব্যানক্রফটে মাথা দিয়ে ঢুঁশও দিয়েছেন বেইরস্টো। অস্ট্রেলিয়ান প্রচারমাধ্যমও ব্যাপারটা নিয়ে কম তোলপাড় করেনি।

তবে ওই টেস্টের পরেই বেইরস্টো দাবি করেছিলেন, ঘটনাটা বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। পরে ব্যানক্রফটও জানিয়েছেন, এমন কিছু হয়নি। রসিকতা করেই বলেছিলেন, যা হয়েছে সেটা ঘটনাস্থলেই চুকেবুকে গেছে। দুজনেই ঘটনাটা ভুলে গেছেন।

তবে বেইরস্টো যে ব্যাপারটা ভুলে যাননি, আজ উদযাপন দিয়েই যেন তা মনে করিয়ে দিলেন। প্রথম দুই টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে ইংল্যান্ডের, দেশের জন্যও বেইরস্টোর সেঞ্চুরিটা এর চেয়ে ভালো সময়ে আসতে পারত না।

বিজ্ঞাপন

সারাবাংলা/ওএম/জেএইচ/১৫ ডিসেম্বর

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর