Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ে শুরু সাকিবের, আফ্রিদির হ্যাটট্রিক


১৫ ডিসেম্বর ২০১৭ ১৫:১৮

সিনিয়র করেসপন্ডেন্ট

৫০ ওভার, ২০ ওভারের পর শুরু হয়ে গেলো ১০ ওভারের যুগ। শারজায় টি-টোয়েন্টি লিগের প্রথম দিনটা হ্যাটট্রিক দিয়ে শুরু করেছেন শহীদ আফ্রিদি। তবে প্রথম দিনেও আলো ছড়িয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও, কেরালা কিংসের হয়ে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেছেন বাংলাদেশের তারকা। বেঙ্গল টাইগারসের বিপক্ষে তার দল কেরালা কিংস পেয়েছে ৮ উইকেটের সহজ জয়।

টি-টেনে অনুমিতভাবেই একজন বোলার দুই ওভারের বেশি বল করতে পারেন না। কেরালা অধিনায়ক এউইন মরগান অবশ্য সাকিবকে এক ওভারই বল করালেন কাল। ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে সাকিব উইকেট পাননি বটে, কাজের কাজটা করেছেন ঠিকই। মাত্র পাঁচ রান দিয়েছেন ওই ওভারে, ১০ ওভারে ৮৬ রানের বেশি করতে পারেনি বেঙ্গল টাইগার।

সেই রানটা বলতে গেলে হেসেখেলেই টপকে গেছে কেরালা। পল স্টার্লিং একাই ম্যাচটা জিতিয়েছেন, ২৭ বলে অপরাজিত ছিলেন ৬৬ রানে। সাকিবকে পরে আর ব্যাটই করতে হয়নি।

তবে পরের ম্যাচেই পাখতুনসের হয়ে দিনের সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন আফ্রিদি। যখন বল হাতে নিয়েছেন, মারাঠা আরাবিয়ান্স ৪ ওভারে তুলে ফেলেছে ৪৬ রান। আফ্রিদির প্রথম বলেই লং অনে ক্যাচ তুলে দিলেন রাইলি রুশো। পরের বলে ডোয়াইন ব্রাভো এলবিডব্লিউ, পাখতুন অধিনায়কের সামনে সুযোগ হ্যাটট্রিকের। প্রতিপক্ষ অধিনায়ক বীরেন্দর শেওয়াগকে এলবিডব্লু করে সেটিও পেয়ে গেলেন। শেষ পর্যন্ত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান করতে পেরেছে মারাঠা। পাখতুন পেয়েছে ২৫ রানের সহজ জয়। তার আগে অবশ্য ব্যাট হাতেও ৬ বলে ১০ রান করেছেন আফ্রিদি।

কাল আফ্রিদির দলে খেলতে পারতেন তামিম ইকবালও। তবে শুনানির কারণে কালকের ম্যাচে ছিলেন না, আজই অবশ্য মাঠে নামার কথা তার। টিম শ্রীলঙ্কার সঙ্গে তামিমের দল পাখতুনসের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দশটায়।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) মাঠে নামছে সাকিবের দল কেরালা কিংসও। পাঞ্জাব লিজেন্ডসের সঙ্গে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

সারাবাংলা/ওএম/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর