Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফটির পর হতাশ করলেন মুশফিক


১০ এপ্রিল ২০২২ ১৬:৫৩

অনেকদিন যাবত রান পাচ্ছিলেন না মুশফিকুর রহিম। বিশেষ করে বিদেশের মাটিতে টেস্টে তার সাম্প্রতি পারফরম্যান্স ছিল বড্ডই নাজুক। আজ পোর্ট এলিজাবেথে সেই হতাশা কিছুটা ঘুচিয়েছেন। দারুণ এক ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার। তবে ফিফটির পর যেভাবে আউট হয়েছেন সেটা হতাশ করেছে সকলকে।

মুশফিকের সর্বশেষ ১১ ইনিংসে ফিফটি ছিল মাত্র ১টি। বিদেশের মাটিতে আাগের চার ইনিংসে মুশফিক দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছিলেন মাত্র একবার। অফ ফর্মে থাকা মুশফিক পোর্ট এলিজাবেথে আজ স্রোতের বিপরীতে লড়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকার ৪৫৩ রানের জবাব দিতে নেমে ১২২ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের হয়ে হাল ধরেছিলেন মুশফিক। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে ষষ্ঠ উইকেটে দারুণ এক জুটি গড়েন অভিজ্ঞ ক্রিকেটার। রানের চিন্তা বাদ দিয়ে উইকেটে পড়ে ছিলেন মুশফিক। ফিফটি পূর্ণ করেছেন ১৩১ বল খেলে।

যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল রান ক্ষরা কাটিয়ে মুশফিক বুঝি বড় সংগ্রহই গড়তে যাচ্ছেন। কিন্তু ব্যক্তিগত ৫১ রানের মাথায় নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন মুশফিক।

সিমন হার্মারের লাইনের থাকা বল কি মনে করে যে রিভার্স সুইপ খেলতে গেলেন কে জানে! লাইন মিস করলেন, বল সোজা আঘাত হানে তার অফস্ট্যাম্পে। মুশফিকের ব্যাটে স্বপ্ন দেখা বাংলাদেশ তাতে বড় বিপদেই পড়ছে। তার আগে ইয়াসির আলী রাব্বিও ফিরেছেন ৪৮ রান করে।

মুশফিক ফেরার পর পরই শেষ হয়েছে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের স্কোর ২১০/৭। এখনো ২৪৩ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে তিন উইকেট।

মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর