করোনা পজিটিভ রাসেল ডমিঙ্গো
১০ এপ্রিল ২০২২ ২৩:১০
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো। এতে করে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের পোর্ট এলিজাবেথ টেস্টে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। আপাতত পোর্ট এলিজাবেথের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
পোর্ট এলিজাবেথ টেস্টের একদিন আগে সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন ডমিঙ্গো। গলা ব্যথাও ছিল তার। কিন্তু পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফল আসে ডমিঙ্গোর। কিন্তু আজ জানা গেছে, অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দলের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী অবশ্য জানিয়েছেন কোভিড পজিটিভ হলেও হেড কোচের শারীরিক অবস্থা ভালো। মনজুর হোসেন বলেন, ‘প্রধান কোচের শরীরে গত ৭ এপ্রিল উপসর্গ দেখা দেয়। এরপর পিসিআর পরীক্ষায় গত ৮ এপ্রিল তার ফল আসে পজিটিভ। তাকে সেলফ আইসোলেশনে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভাল। হালকা উপসর্গ আছে।’
সিরিজ শেষে নিজ দেশ দক্ষিণ আফ্রিকাতেই থেকে যাওয়ার কথা ছিল ডমিঙ্গোর। বাংলাদেশের পরবর্তী সিরিজ শ্রীলংকার বিপক্ষে। দেশের মাটিতে আগামী মে মাসে। ওই সিরিজের আগে বাংলাদেশে আসার কথা ছিল ডমিঙ্গোর। কিন্তু কোভিডে আক্রান্ত হয়ে এখন আগে থেকেই বাড়িতে থাকতে হচ্ছে তাকে।