Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটাক্রান্ত তাসকিন-শরিফুলকে নিয়ে শঙ্কা


১৭ এপ্রিল ২০২২ ২৩:১৯

দক্ষিণ আফ্রিকায় সিরিজ শেষ হওয়ার আগেই চোট নিয়ে দেশে ফেরেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। সামনে ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ। চোটাক্রান্ত তাসকিন, শরিফুলকে এই সিরিজে পাওয়া নিয়েও শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, তাসকিনকে চিকিৎসার কারণে ইংল্যান্ডে পাঠানোর চেষ্টা চলছে। অস্ত্রোপচার লাগবে শরিফুল ইসলামের।

কাঁধের চোটে ভুগছেন তাসকিন। যতো দ্রুত সম্ভব তাকে ইংল্যান্ডের ডাক্তারের কাছে পাঠানোর চেষ্টা করছে বিসিবি। শরিফুল পায়ের গোড়ালির চোট কাটিয়ে উঠেছেন। তবে শরীরের অন্য জায়গায় সমস্যা দেখা দিয়েছে দীর্ঘদেহী পেসারের।

রোববার (১৭ এপ্রিল) মিরপুর বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘তাসকিন ও শরিফুলকে পাওয়া যাবে কি না এ নিয়ে সন্দেহ আছে (শ্রীলংকা সিরিজে)। কারণ তাসকিনের একটা কাঁধের ইস্যু আছে। আমরা শিগগিরই তাকে বাইরে পাঠাতে পারি। মানে যত তাড়াতাড়ি সম্ভব। আমরা এটাকে (তাসকিনের চোট) প্রপারলি এড্রেস করছি। ইতোমধ্যে সে কনভেনশনাল ট্রিটমেন্টে আছে। কিন্তু এটায় যদি বেশি সময় লাগে, সেজন্য বিকল্প কোনো চিকিৎসা যদি থাকে, আমরা ইংল্যান্ডের কথা বলছি। যদি প্রয়োজন হয় তাকে আমরা বাইরে পাঠিয়ে দিব। শ্রীলঙ্কা সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই।’

তবে অস্ত্রোপচার লাগলেও শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে শরিফুলকে পাওয়ার প্রত্যাশা শোনালেন জালাল ইউনুস। তিনি বলেন, ‘শরিফুলের অস্ত্রোপচার লাগবে। এজন্য তাকে পাওয়া যাচ্ছে না। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতেও পারে।’

জাতীয় দলের এখন টাইট সিডিউল বলে পেসারদের বিশ্রাম দিয়ে খেলানোর চেষ্টা করছে বড় প্রায় সব দলই। তাছাড়া সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সালে। জালাল ইউনুস জানালেন, বিসিবিও পেসারদের বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা করছে, ‘২০২২ সালে অনেক খেলা আছে, ২০২৩ সালে বিশ্বকাপ (ওয়ানডে)। কীভাবে খেলোয়াড়গুলো ম্যানেজ করব। এই লেভেলে চলে এসে স্কিপ করতে পারবেন না। প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাদের বিশ্রাম গুরুত্বপূর্ণ। তাসকিন, শরিফুল এরা কিছু ইনজুরড। বেশিরভাগ পেসাররা ইনজুরিপ্রবণ। এটা থেকে মুক্ত রাখতে কীভাবে ম্যানেজ করা যায়, কীভাবে ইনজুরিগুলো ম্যানেজ করা যায়, সেটা আমরা পরিকল্পনা করছি।’

তাসকিন আহমেদ বিসিবি শরিফুল ইসলাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর