Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরাজ আউট, নাঈম ইন


২৭ এপ্রিল ২০২২ ১৭:৩৯

মেহেদি হাসান মিরাজকে নিয়ে যে শঙ্কা ছিল সেটাই সত্য হলো। শ্রীলংকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না স্পিন অলরাউন্ডার। মিরাজের বদলে প্রথম টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে স্পিনার নাঈম হাসানকে।

বুধবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে মিরাজের সেরে ওঠার আশা করা হচ্ছে।

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান মিরাজ। পরে এক্স-রে’তে ফ্র্যাকচার ধরা পড়ে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মিরাজকে।

মিরাজের বদলে  ডাক পাওয়া নাঈম হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সদ্য শেষ হওয়া ডিপিএলে অবশ্য খুব ভালো সাফল্য পাননি তরুণ স্পিনার।

সবকিছু ঠিক থাকলে দুটি টেস্ট খেলতে আগামী ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলংকা ক্রিকেট দল। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ১৫ মে। ২৩ মে ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াছির আলী রাব্বি, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিট হওয়া শর্তে)।

টপ নিউজ নাঈম হাসান বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ মেহেদি হাসান মিরাজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর