Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি ফুরিয়ে যাইনি: রোনালদো

স্পোর্টস ডেস্ক
৩ মে ২০২২ ১৫:২৫

২০২১/২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচটি খেলে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের বাকি দুই ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলবে রোনালদোরা। ঘরের মাঠে মৌসুমে নিজের শেষ ম্যাচে গোল করে দলকে জয় এনে দিয়েছেন রোনালদো সেই সঙ্গে দুর্দান্ত একটি পারফরম্যান্সও দেখিয়েছেন তিনি। আর ম্যাচ শেষে স্কাই স্পোর্টসের ক্যামেরার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় রোনালদো বললেন, আমি এখনো ফুরিয়ে যাইনি।

বিজ্ঞাপন

ওল্ড ট্রাফোর্ডে ইপিএলের নিজেদের ২৬তম ম্যাচে ব্রেন্টফোর্ডকে আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ব্রুনো ফার্নান্দেজের গোলে লিড নেওয়ার পর রোনালদোর করা একটি গোল বাতিল হয়ে যায়। পরে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন রোনালদো। আর শেষ দিকে এসে ইউনাইটেডের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান রাফায়েল ভারান। এতেই ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৪টি গোল করেছেন রোনালদো। যার মধ্যে ১৮টিই এসেছে প্রিমিয়ার লিগ থেকে। অর্থাৎ ৩৭ বছর বয়সী রোনালদোর চেয়ে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে এখন পর্যন্ত বেশি গোল করতে পেরেছেন কেবল লিভারপুলের মোহাম্মদ সালাহ আর টটেনহাম হটস্পার্সের হিউং মিন সন। সালাহ ২২টি আর সনের গোল সংখ্যা ১৯টি। যদিও সালাহ ৩২টি আর সন ৩১টি ম্যাচ খেললেও রোনালদো খেলেছেন ২৯টি যার মধ্যে আবার তিনটিতে খেলেছেন সাবস্টিটিউট খেলোয়াড় হিসেবে।

লিগে ছয় নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ হয়ে যাওয়ার দ্বারপ্রান্তে। দলের বাকিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ব্রুনো ফার্নান্দেজ। তার গোল সংখ্যা ১০টি আর তিনে থাকা মেসন গ্রিনউডের গোল পাঁচটি। সেই সঙ্গে রক্ষণের বেহাল দশায় সেরা চারে থাকার সম্ভাবনা শেষ হয়ে গেছে রেড ডেভিলদের।

আর গোটা মৌসুম জুড়ে রোনালদোর ফুরিয়ে যাওয়ার গুঞ্জন ছিল গণমাধ্যমে। কেননা রোনালদোসুলভ পারফরম্যান্সের দেখা মিলছিল না বেশ কিছুদিন ধরেই। তো সবাই তার শেষ দেখে নিয়েছিল। কিন্তু মৌসুমে ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স দিয়ে রোনালদো জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। ক্যামেরার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় রোনালদো বলেন, ‘আই অ্যাম নট ফিনিশড অর্থাৎ আমি ফুরিয়ে যাইনি।’

ব্রিটিশ গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল আগামী মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নিতে যাওয়া এরিক টেন হ্যাগের ভবিষ্যৎ পরিকল্পনাতে নাকি থাকছেন না রোনালদো। তবে কি টেন হ্যাগকেই আগাম বার্তা দিয়ে রাখলেন রোনালদো?

সারাবাংলা/এসএস

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর