Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সফরের ১৮ সদস্যের দল ঘোষণা শ্রীলংকার

স্পোর্টস ডেস্ক
৪ মে ২০২২ ১৪:৫২

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮মে ঢাকায় আসছে শ্রীলংকা। এই সফরকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল থেকে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এর আগে গেল ২২ এপ্রিল ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল লংকান ক্রিকেট বোর্ড। তবে চূড়ান্ত দলটির ব্যাপারে ক্রীড়া মন্ত্রীর অনুমোদন নিতে হবে তাদের।

বাংলাদেশ সফরে দুটি টেস্টের প্রথমটি আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। আর দ্বিতীয় টেস্টটি ২৩ মে মিরপুর শের-ই-বাংলায়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সফরের প্রাথমিক দলে এর আগে রোশান সিলভাকে নেওয়া হয়েছিল। কিন্তু এই সফরের আসতে না চাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলংকার ১৮ সদস্যের দল

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

সারাবাংলা/এসএস

বাংলাদেশ বনাম শ্রীলংকা শ্রীলংকার বাংলাদেশ সফর শ্রীলংকার স্কোয়াড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর