Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫১ বলেই শেষ প্রথম দিনের প্রস্তুতি


১০ মে ২০২২ ১৭:০৬

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে নামার আগে প্রস্তুতির শুরুটা ভালো হলো না শ্রীলংকার। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে আজ খেলা হয়েছে মাত্র ৮.৩ ওভার, ৫১ বল! তাতে ১ উইকেট হারিয়ে শ্রীলংকা তুলতে পেরেছে ১৪ রান।

ঘুর্ণিঝড় ‘আসানি’র প্রভাবে দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। তাতে সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচটির প্রথম দিনে বল মাঠে গড়িয়েছে মাত্র ৮.৩ ওভার।

বিজ্ঞাপন

দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। কিন্তু সেই মাঠে প্রস্তুতি ভালো হবে না ভেবে বিকেএসপিতে ম্যাচ আয়োজনের অনুরোধ করে শ্রীলংকা। সফরকারীদের অনুরোধ রেখেছে স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বেরসিক বৃষ্টি লংকানদের প্রস্তুতিতে জল ঢেলে দিল!

মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় বিকেএসপির ৩ নম্বর মাঠে শুরু হয় প্রস্তুতি ম্যাচের খেলা। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা শ্রীলংকার শুরু ভালো হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারে বাংলাদেশি পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন শ্রীলংকান অধিনায়ক দিমুথ কারুনারত্নে। ফেরার আগে ১৮ বলে ২ রান করেন লংকান ওপেনার।

আকাশে সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। কারুনারত্নে আউট হওয়ার খানিক বাদে মেঘ বাড়লে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। তার পরপরই বৃষ্টির আগমন। বৃষ্টি একটা সময় থামলে মাঠকর্মীদের দেখা গেল মাঠ পরিস্কারের কাজে লেগে পড়তে। কিন্তু পুনরায় হানা দিয়ে বল আর মাঠে গড়াতে দেয়নি বৃষ্টি।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ স্কোয়াাডের সেরা ক্রিকেটাররা অবশ্য নেই। আগেই চট্টগ্রামে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা। তবে প্রস্তুতি ম্যাচের একাদশে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ রাহিদের প্রস্তুতি ম্যাচে পারফর্ম করে একটা বার্তা দেওয়ার সুযোগ ছিল। অনেকদিন পর টেস্ট দলে ফিরেছন মোসাদ্দেক। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রানের বন্যা বইয়ে দিয়ে জাতীয় দলে ফেরার আলোচনায় এসেছেন এনমুল হক। আর পেসার আবু জায়েদ রাহির টেস্ট দল থেকে বাদ পড়াটা গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হাসান, মোহাম্মদ এনামুল হক, মাশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ রাহী।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

কেন বিয়ে হচ্ছে না উর্বশীর?
২৫ নভেম্বর ২০২৪ ১৯:২৫

আরো

সম্পর্কিত খবর