Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত সাকিব, মিস করবেন চট্টগ্রাম টেস্ট


১০ মে ২০২২ ১৯:১৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। যাতে আসন্ন শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টটি খেলা হচ্ছে না দেশসেরা ক্রিকেটারের।

মঙ্গলবার (১০ মে) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।

মনজুর হোসেন সারাবাংলাকে বলেন, ‘বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের মেডিক্যাল প্রোটোকল হচ্ছে কেউ যদি কোভিড পজিটিভ হয় তাহলে তাকে ৫ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হয়। সে হিসেবে আজকে থেকে পাঁচ দিন ধরলে উনি (সাকিব) ১৪ তারিখ পর্যন্ত আইসোলেশনে থাকবেন। তারপর টেস্ট ম্যাচ খেলার একটা ফিটনেসের ব্যাপার আছে। সে হিসেবে বলা যায়, তার প্রথম টেস্ট মিস হওয়ার সম্ভবনাই বেশি।’

মনজুর হোসেন জানান, শ্রীলংকা সিরিজ খেলতে গতকাল দেশে ফিরেছেন সাকিব। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন তিনি। তারপর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি।

সবকিছু ঠিক থাকলে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হওয়ার কথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়ানোর কথা ২৩ মে।

টপ নিউজ সাকিব আল হাসান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর