Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যখন দরকার তখন সাকিবকে পাই না— পাপনের আক্ষেপ


১১ মে ২০২২ ২০:৩৮

শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে কদিন ধরে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশি ক্রিকেটাররা। সাকিব আল হাসানের অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল আজ। কিন্তু গতকাল জানা গেল, চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না দেশসেরা ক্রিকেটারের। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব। অন্য সকলের মতো বিষয়টি হতাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনকেও।

বিজ্ঞাপন

টেস্ট ক্রিকেটে অনেক দিন ধরেই অনিয়মিত সাকিব আল হাসান। গত শ্রীলংকা সফরে না গিয়ে আইপিএল খেলতে গিয়েছিলেন। পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলেননি। পারিবারিক অসুস্থতার কারণে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরেও টেস্ট সিরিজ খেলেতে পারেননি সাকিব। ধারণা করা হচ্ছিল, শ্রীলংকা সিরিজ দিয়ে আবারও টেস্টে দেখা যাবে তাকে। কিন্তু করোনা প্রথম টেস্ট খেলতে দিচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারকে। নাজমুল হাসান পাপন বললেন, আমাদের কপাল খারাপ। যখন দরকার হয় তখন সাকিবকে পাই না!

বিজ্ঞাপন

বুধবার (১১ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গণমাধ্যমকে সাকিব প্রসঙ্গে পাপন বলেন, ‘ সমস্যাটা হচ্ছে যে, সাকিব না থাকায় আমাদের একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা তবে এখানে কিছু বলার নেই, কিছু করারও নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখনই দরকার হয় তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’

বোর্ড সভাপতি যোগ করেন, ‘শ্রীলঙ্কা শক্তিশালী দল। এটা তো অস্বীকার করার কিছু নয়। আবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একটা বড় সুযোগও। যেহেতু আমরা টেস্টে দুর্বল। সাকিব না থাকলেও ভালো করার সুযোগ এখনো আছে। সাকিবের জায়গায় যে আসবে সে নিজেকে প্রমাণ করতে পারবে বলেই আশা করছি।’

শ্রীলংকা সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্র থেকে গত পরশু দেশে ফিরেছেন সাকিব। কাল করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসে তার। নাজমুল হাসান পাপন জানালেন তার সঙ্গে কথা হয়েছে সাকিবের। শারীরিক তোমন কোনও অসুবিধা নেই দেশসেরা ক্রিকেটারের।

পাপন বলেন, ‘গতকাল ওর সঙ্গে আমার কথা হয়েছে। বলেছে যে ভালো আছে। এ মুহুর্তে ওর কোনো সমস্যা নেই। ও না থাকাটা অবশ্যই দলের জন্য বড় ধাক্কা।’

সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর কথা আগামী ১৫ মে। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচটি।

নাজমুল হাসান পাপন সাকিব আল হাসান

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর