Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট দেখা যাবে ৫০ টাকায়


১২ মে ২০২২ ১৪:৪৫ | আপডেট: ১২ মে ২০২২ ১৮:৩৩

শ্রীলংকার বিপক্ষে আসন্ন  টেস্ট সিরিজের জন্য টিকিটমূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের দুটি ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ৫০ টাকা টিকিটমূল্যে। সর্বোচ্চ টিকিটমূল্য ৫০০ টাকা।

বৃহস্পতিবার (১২ মে) বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে টিকিটমূল্য বিষয়ে বিস্তারিত জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

সবকিছু ঠিক থাকলে ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। এই ম্যাচের জন্য গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে ৩০০ টাকা, ক্লাব হাউজে ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডে ১০০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ডে ৫০ টাকা।

২৩ মে থেকে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। এছাড়া ভিআইপি গ্যালারী ৩০০ টাকা, শহীদ মোস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ২০০ টাকা, নর্দার্ন স্ট্যান্ড ও সাউদার্ন স্ট্যান্ড ১০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০ টাকা।

চট্টগ্রাম টেস্টের টিকিট পাওয়া যাবে সাগরিকার বিটাক মোড়ে। আর মিরপুর টেস্টের টিকিট পাওয়া যাবে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে।

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর