ওয়েস্ট ইন্ডিজ সফরে হেরাথকে পাবে না বাংলাদেশ
১২ মে ২০২২ ১৮:২৫
আগামী জুনের ওয়েস্ট ইন্ডিজ সফরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেই সময়ে পারিবারের সঙ্গে ছুটি কাটাতে আবেদন করেছিলেন লংকান কোচ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাতে সায় দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বৃহস্পতিবার (১২ মে) হেরাথের ছুটি প্রসঙ্গে খালেদ মাহমুদ বলেন, ‘হেরাথ ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাদের সঙ্গে থাকবেন না, তিনি পরিবারের সঙ্গে সময় কাটাবেন।’
শোনা যাচ্ছে, হেরাথের অনুপস্থিতিতে দলের সঙ্গে স্থানীয় কোচ সোহেল ইসলামকে পাঠানো হবে ওয়েস্ট সফরে। এর আগে অনেকবারই নিয়মিত কোচের অনুপস্থিতিতে জাতীয় দলের স্পিন বোলিং ডিপার্টমেন্টের কোচিং সামলেছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ৬ জুন দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। দীর্ঘ এক মাসব্যাপী এই সিরিজে প্রথম অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ১৬ জুন।