এশিয়ান গেমস হকির ফাইনালে বাংলাদেশ
১৪ মে ২০২২ ১৮:৫৭
এশিয়ান গেমস হকির ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের লাড়াইয়ে থাইল্যান্ডের বিপক্ষে আজ ৪-১ ব্যবধানের জয় পেয়েছে লাল-সবুজের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
এদিকে, অপর সেমিতে ইন্দোনেশিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে ওমান। আগামীকাল রোববার শিরোপার লড়াইয়ে ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ।
শনিবার (১৪ মে) থাইল্যান্ডের ব্যাংককে দ্বিতীয় সেমিফাইনালের লড়াইয়ে শুরুতে এগিয়ে গিয়েছিল অবশ্য স্বাগতিক থাইল্যান্ডই। ম্যাচের দশম মিনিটেই চানাচল রাঙ্গনিওমের ফিল্ড গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে।
২২তম মিনিটে রোমান সরকার ফিল্ড গোল করে বাংলাদেশকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান। ২৯ মিনিটে আশরাফুল ইসলাম কর্নার গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।
তৃতীয় কোয়ার্টের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন আশরাফুল। বাংলাদেশের জয়ের রাস্তা তখনই অনেকটা পরিস্কার হয়েছিল। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটে রাকিবুলের ফিল্ড গোল ব্যবধান ৪-১ করে দেয়। শেষ পর্যন্ত এই ৪-১ ব্যবধানের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।