Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেলসিকে হারিয়ে এফএ কাপ জয় লিভারপুলের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২ ১০:২৪

লিগ কাপের ফাইনালে ঠিক তিন মাস আগে ওয়েম্বলি স্টেডিয়ামেই চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল লিভারপুল। এবার এফএ কাপের ফাইনালেও দেখা মিলেছে একই ঘটনার পুনরাবৃত্তি। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও দুই দলের কেউই গোল করতে পারেনি। আর এতেই ম্যাচের ফলাফলের জন্য টাইব্রেকারের আয়োজন। শেষ পর্যন্ত টাইব্রেকারে চেলসিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তোলে লিভারপুল।

এই নিয়ে টানা তিন মৌসুম এফএ কাপ জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ব্যর্থ। ২০২০ সালে আর্সেনাল, ২০২১ সালে লেস্টার সিটি আর ২০২২ সালে এসে লিভারপুলের কাছে হেরে হ্যাটট্রিক হারের স্বাদ পেল চেলসি। ইতিহাসের প্রথম দল হিসেবে এফএ কাপে টানা তিন বছর ফাইনালে উঠে হারল আটবারের চ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘ ১৬ বছর পর আবারও এফএ কাপের শিরোপা ঘরে তুলল অল রেডরা। আর চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জিতল দলটি। গত ফেব্রুয়ারিতে থমাস তুখেলের চেলসিকেই টাইব্রেকারে হারিয়ে লিগ কাপ জিতেছিল লিভারপুল।

লিভারপুলের শুরুর দাপটের পর পাল্টা জবাব দেয় চেলসি। কিছু সময় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ, এরপর আবারও আক্রমণের স্রোত বইয়ে দেন সাদিও মানে ও লুইস দিয়াসরা। সুযোগও মেলে অসংখ্য। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল মিলিয়ে তিনবার পোস্ট ও ক্রসবার কাঁপায় বল।

অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় অবশ্য ছিল না সেই গতি। তবে টাইব্রেকারে আবারও জমে ওঠে লড়াই। চেলসির দ্বিতীয় শট নিতে এসে পোস্টে মেরে বসেন অধিনায়ক সেসার আসপিলিকুয়েতা। লিভারপুলের প্রথম চার শটের সবগুলোই জালের দেখা পাওয়ায় নির্ধারিত পাঁচ শটেই ম্যাচ শেষ হয়ে যেতে পারত; কিন্তু তাদের শেষ শট নিতে আসা মানের প্রচেষ্টা ঠেকিয়ে লড়াইয়ে নতুন করে প্রাণ ফেরান চেলসি গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডি।

বিজ্ঞাপন

তবে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি চেলসি। সাডেন ডেথের দ্বিতীয় শট নিতে গিয়ে ব্যর্থ হন মেসন মাউন্ট, তার শট ঠেকিয়ে দেন অ্যালিসন বেকার। অন্যদিকে লিভারপুলের কস্টাস সিমিকাসের পরের শটটি জাল স্পর্শ করার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে লিভারপুল।

১০ বছরের পুরনো ক্ষতে প্রলেপ দিল ‘অল রেড’ নামে পরিচিত দলটি। এর আগে ২০১২ সালে সবশেষ প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছিল তারা। সেবারও প্রতিপক্ষ ছিল চেলসি; সেই লড়াইয়ে জিতেছিল ‘ব্লুজ’ নামের স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।

সারাবাংলা/এসএস

এফএ কাপ এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসি বনাম লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর