Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুশল-ম্যাথিউসের ফিফটিতে দ্বিতীয় সেশন লংকানদের

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২২ ১৫:০১

নাইম হাসানের দুর্দান্ত বোলিংয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। তবে বিপত্তি ঘটেছে দ্বিতীয় সেশনে। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস আর কুশল মেন্ডিসের ফিফটিতে দ্বিতীয় সেশনে কোনো উইকেট দেয়নি শ্রীলংকা। ৫৬ ওভারে ১৫৮ রান তুলে চা-বিরতিতে সফরকারীরা।

করুনারত্নে আর ফারনান্দো দ্রুতই ফিরলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে জুটি গড়েন কুশল মেন্ডিস। শুরু দৃঢ়তার সঙ্গে খেলা কুশল মেন্ডিস ৯৩ বলে ছুঁয়েছেন অর্ধশতক। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় ফিফটি, সেঞ্চুরি আছে দুটি। ক‍্যারিয়ার সেরা ১৯৬ রানও বাংলাদেশের বিপক্ষেই। প্রিয় প্রতিপক্ষ পেয়ে আবার দাঁড়িয়ে গেছেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে অভিজ্ঞ অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউস ১১১ বলে ছুঁয়েছেন অর্ধশতক। এই দুইয়ে ব্যাটে ভর করে দ্বিতীয় সেশনে ৩২ ওভারে কোনো উইকেট না হারিয়ে লংকানরা তুলেছে ৮৫ রান। এর আগে প্রথম সেশনে ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় শ্রীলংকা।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

দ্বিতীয় সেশন প্রথম টেস্ট বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর