১৯৯ দুর্ভাগ্যে ম্যাথুসের সঙ্গী আরও ১১জন
১৬ মে ২০২২ ২০:১৭
চট্টগ্রাম টেস্টে শ্রীলংকার ইনিংসের তখন ১৫৩তম ওভার। ১৯৯ রানে অপরাজিত ম্যাঞ্জেলো ম্যাথুস। একটা সিঙ্গেল নিতে পারলেই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট ডাবল সেঞ্চুরি লংকান তারকার। স্বাভাবিকভাবেই সেই সিঙ্গেল নেওয়ার রাস্তা বন্ধ করতে ফিল্ডারদের কাছাকাছি ডাকলেন বাংলাদেশি স্পিনার নাঈম হাসান। মিড অফ মিড, উইকেটে ফিল্ডার রেখে ম্যাথুসকে বাড়তি চাপেও ফেলতে চেয়েছে বাংলাদেশ। শ্রীলংকার সাবেক অধিনায়ক তাতে বুঝি চাপ অনুভবও করলেন!
লেগ স্টাম্প বরাবর থাকা নাঈমের বলটা এগিয়ে এসে লেগ সাইডে খেলতে গিয়েছিলেন ম্যাথুস। ব্যাটে-বলে ঠিকভাবে করতে পারেননি। বল চলে যায় সোজা সাকিব আল হাসানের হাতে। তারপর নাঈম হাসানের উল্লাস আর দেখে কে! সাড়ে ৯ ঘণ্টা ব্যাটিং করে ১৯৯ রানের মাথায় আউট ম্যাথুস। হতভাগ্য বলতেই হবে।
পরিসংখ্যান বলছে, ম্যাথুসের আগে এমন হতভাগ্যের মুখে পড়তে হয়েছিল আরও ১১ জনকে। তারা হলেন- মুদাসসর নজর (পাকিস্তান-ভারত, সাল ১৯৮৪), মোহাম্মদ আজহারউদ্দিন (ভারত-শ্রীলঙ্কা, ১৯৮৬), ম্যাথু এলিয়ট (অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ১৯৯৭), সনাৎ জয়াসুরিয়া (শ্রীলঙ্কা-ভারত, ১৯৯৭), স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, ১৯৯৯), অ্যান্ডি ফ্লাওয়ার* (জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা, ২০০১), ইউনিস খান (পাকিস্তান-ভারত, ২০০৬), ইয়ান বেল (ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২০০৮), কুমার সাঙ্গাকারা* (শ্রীলঙ্কা-পাকিস্তান, ২০১২), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ, ২০১৫), লোকেশ রাহুল (ভারত-ইংল্যান্ড, ২০১৬), ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, ২০১৭), ফাফ ডু প্লেসি (দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা, ২০২০), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা-বাংলাদেশ, ২০২২)।
বাংলাদেশের কোনও ব্যাটার এখনো ১৯৯ রানে আউট হয়নি। তবে মোহাম্মদ আশরাফুল শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে আউট হয়েছিলেন ১৯০ রানে। ১৯৯ রানে আউট হওয়া নিঃসন্দেহে যন্ত্রণার। এই যন্ত্রণা হয়তো সবচেয়ে বেশি পোড়াবে অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, ইউনুস খানদের।
ডাবল সেঞ্চুরি থেকে এক রান দুরে থেকে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়তে হয়েছিল সাঙ্গাকারা, ফ্লাওয়ারকে। ২০০১ সালের হারারে টেস্টে ফলোঅনে পড়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ফ্লাওয়ার। কিন্তু শেষ ব্যাটার আউট হয়ে যাওয়াতে অ্যান্ডি ফ্লাওয়ারকে মাঠ ছাড়তে হয় ১৯৯ রানে অপরাজিত থেকে। ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে তেমনই কষ্টের অভিজ্ঞতা হয়েছিল কুমার সাঙ্গাকারার।
২০০৬ সালে ভারতের বিপক্ষে লাহোর টেস্টে শহীদ আফ্রিদির সঙ্গে ভুল বুঝাবুঝিতে ইউনুস খান রান আউট হয়ে যান ১৯৯ রানে। এখন পর্যন্ত ১৯৯ রানে দাঁড়িয়ে রান আউট হওয়া একমাত্র ব্যাটার তিনি।
১৯৯ রানে আউট হওয়া শ্রীলংকার দ্বিতীয় ব্যাটার ম্যাথুস। ১৯৯৭ সালে কলম্বোতে ভারতের বিপক্ষে ১৯৯ রানে আউট হয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া।