টানা দুই বলে ফিরলেন লিটন-তামিম
১৮ মে ২০২২ ১৩:২৬
চতুর্থ দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কাটান মুশফিকুর রহিম এবং লিটন দাস। ১২ রান দূরে থাকতে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। তবে বিরতি থেকে ফিরেই ছন্দ পতন টাইগারদের। বিরতির পর রাজিথার করা প্রথম বলে ডিকওয়েল্লার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন দাস। এরপর রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল ফেরেন পরের বলেই বোল্ড হয়ে। ৩৮৫ রানে ৩ উইকেটের দল থেকে ৩৮৫ রানে ৫ উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।
১৮৮ বলে ৮৮ রান করে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিলেন লিটন দাস। তখন বাংলাদেশের স্কোরবোর্ডে রান ৩৮৫, লংকানদের চেয়ে বাংলাদেশ তখন পিছিয়ে আরও ১২ রানে। মুশফিক এবং লিটনের দৃঢ়তায় বাংলাদেশ লিডের পথেই ছিল। তবে মধ্যাহ্ন বিরতির পরেই ছন্দপতন বাংলাদেশের।
১৩৫তম ওভারে আসেন কনকাশন সাব হয়ে আসা রাজিথা। প্রথম বলটি শর্ট এবং ওয়াড মিড অফে রাখেন, লিটন দাস তেড়ে গিয়ে বল মারতে গিয়ে ডিকওয়েল্লার গ্লাভসবন্দি হন। এতেই থামে লিটনের দুর্দান্ত এক ইনিংস। ১৮৯ রানে ১০টি চারে ৮৮ রান করে ফেরেন লিটন,
এরপর তৃতীয় দিনে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া তামিম ইকবাল ব্যাট হাতে ফেরেন। ২১৭ বলে ১৩৩ রান করে ড্রেসিংরুমে হাতের ব্যথার কারণে বিশ্রাম নিচ্ছিলেন তামিম। তবে ফেরেন চতুর্থ দিন মধ্যাহ্ন বিরতির পর। উইকেটে তামিম যেন ফিরেছিলেন কেবল ফেরার জন্যই। লিটনের ফেরার পরের বলে তামিমকে বোল্ড করেন রাজিথা। ব্যাট এবং প্যাডের মাঝখানের ফাঁক গলিয়ে রাজিথার বল ভেঙে দেয় স্ট্যাম্প। এতেই তামিম ফেরেন ২১৮ বলে ১৩৩ রান করে।
তামিম ফেরার পর সাকিব আল হাসান আসেন উইকেটে। এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৩৬ ওভারে ৩৮৩ রান। মুশফিক ৮৫ আর সাকিব ২ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ পিছিয়ে আছে ১০ রানে।
কনকাশন সাব হিসেবে মাঠে নামা কাসুন রাজিথা একাই নিয়েছেন চারটি উইকেট। ১৬ ওভারে ৩২ রানে তিনি নিয়েছেন শান্ত, মুমিনুল, লিটন এবং তামিমের উইকেট। এছাড়া বাকি একটি উইকেট আসিথা ফারনান্দোর দখলে।
সারাবাংলা/এসএস