Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েস্ট ইন্ডিজ সফরে তাসকিন-শরিফুল নেই, ভাবনায় মোস্তাফিজ


১৯ মে ২০২২ ১৯:৪৩

ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও শুরু থেকে যোগ দিতে পারবেন না। তাদের দুজনের অনুপস্থিতিতে অপর তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে টেস্টের জন্য বিবেচনা করার বিষয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট।

কেন্দ্রীয় চুক্তির আগে বোর্ডের পক্ষ থেকে ইচ্ছেমতো ফরম্যাট বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হলে আপাতত টেস্ট ক্রিকেট না খেলার ইচ্ছার কথা জানান মোস্তাফিজুর রহমান। লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও নেই তার নাম। কিন্তু তাসকিন, শরিফুলদের ইনজুরিতে বলাবলি হচ্ছিল ‘প্রয়োজনের সময়েও কি পাওয়া যাবে না মোস্তাফিজকে?’

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, প্রয়োজন পড়লে অবশ্যই টেস্ট খেলতে হবে মোস্তাফিজকে। আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বলেছেন একই কথা। এদিকে, টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, প্রয়োজনে টেস্ট খেলতে প্রস্তুত আছেন মোস্তাফিজ।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেশের হয়ে যখন প্রয়োজন হবে, তখনই তাকে খেলতে হবে।’ বিষয়টি নিয়ে মোস্তাফিজের সঙ্গে কথা হয়েছে জানালেন নান্নু।

তিনি বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে আমার কথা হয়েছে আগামী সিরিজ নিয়ে। নির্বাচন প্যানেল থেকে যেভাবে আলোচনা হয়, সেভাবে কথা হয়েছে। যখন কোনো খেলোয়াড় সেরা ফর্মে থাকে, তখন তাকে অবশ্যই দরকার হয়। যদি আমাদের ওকে দরকার হয়, অবশ্যই দলে অন্তর্ভুক্ত করব।’

এদিকে চট্টগ্রাম টেস্ট শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোস্তাফিজ প্রসঙ্গে বলেন, ‘আসলে আপনার যেটা দেখতে হবে, মোস্তাফিজ লাল বলে কতদিন খেলেছে। এখানে কিন্তু অনেক কিছু নির্ভর করে। কতদিন খেলছে-না বা খেলছে। আর ফিটনেসের একটা ইস্যু থাকে। এখন যদি ওকে দরকার হয়, তাহলে অবশ্যই খেলবে। দেখেন আমাদের ফ্রন্টলাইনার দুই পেসার নেই- শরিফুল ও তাসকিন। যদি প্রয়োজন হবে, তবে অবশ্যই সে (মোস্তাফিজ) খেলবে।’

আগামী জুনের শুরুতে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে শুরুতে। টেস্ট সিরিজে তাসকিন-শরিফুলকে পাওয়ার সম্ভবনা নেই, বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আমরা তাসকিনকে হয়তো টেস্টে পাচ্ছি না। সাদা বলের সিরিজে হয়তো পেতে পারি। তারপরও ২১ তারিখ মেডিকেল ডিপার্টমেন্ট থেকে ফিজিওর রিপোর্ট পাবো। তখন আপনাদের আপডেটটা দিতে পারব। শরিফুলকে টেস্টে পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, ওকে আমরা হয়তো সাদা বলে পেতে পারি। তারপরও পুরোপুরি আপডেট আগামী সপ্তাহে পাবো।’

তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর