Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনজুরির মিছিলে এবার নাঈম


২০ মে ২০২২ ১৫:৩০

একের পর এক ইনজুরির সমস্যা ভোগাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে। ইনজুরির কারণে অনেকদিন যাবত মাঠের বাইরে তাসকিন আহমেদ। মাঠে ফিরে আবারও ছিটকে গেছেন অপর পেসার শরিফুল ইসলাম। স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরির কারণে খেলতে পারছেন না চলতি সিরিজ। ইনজুরিতে ভুগছেন ইবাদত হোসেনও। এবার ইনজুরির মিছিলে তরুণ স্পিনার নাঈম হাসানের নাম।

এক বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরে শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেন নাঈম। সর্বোচ্চ ৬ উইকেট তুলে নেন তরুণ স্পিনার। বিপত্তিটা ঘটল সেখানেই। ফিল্ডিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন নাঈম। যাতে ঢাকা টেস্ট খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাচক হাবিবুল বাশার জানান, ‘নাঈমের আঙুলে চিড় (ফ্র‍্যাকচার) ধরা পড়েছে। এটা নিয়ে সে (দ্বিতীয় ইনিংসে) বলও করেছে। এমন অবস্থায় পরবর্তী টেস্ট খেলতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ঢাকা টেস্টে সে অনিশ্চিত।’

আঙুলের চিড় নিয়েই চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন নাঈম। অস্বস্তি নিয়ে বোলিং করার কারণেই কিনা, দ্বিতীয় ইনিংসে সাফল্য মিলেনি। ২৩ ওভার বোলিং করে ৭৯ রান খরচায় উইকেটশূন্য ছিলেন নাঈম।

ঢাকা টেস্টে নাঈমকে শেষ পর্যন্ত না পেলে বাংলাদেশের জন্য সেটা বড় দুঃসংবাদই। ইনজুরির কারণে মেহেদি হাসান মিরাজ ছিটকে গেলে তার জায়গাতেই মূলত নাঈমকে দলে ডাক হয়। এবার নাঈম নিজেও ছিটকে গেলে স্কোয়াডে আর কোনও ডানহাতি অফস্পিনার নেই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ২৩ মে। চট্টগ্রামের প্রথম টেস্টটি ড্র’তে নিস্পত্তি হয়েছে।

বিজ্ঞাপন

নাঈম হাসান বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর