Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন নাঈম


২০ মে ২০২২ ২১:৩৯ | আপডেট: ২০ মে ২০২২ ২১:৪৩

আঙুলে চোট পাওয়া নাঈম হাসান ঢাকা টেস্টের খেলতে পারছেন না এমন একটা আভাস মিলছিল গতকাল থেকেই। আজ খবরটা নিশ্চিত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন তরুণ স্পিনার।

শুক্রবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। প্রায় ১৫ মাস পর দলে ফিরেই শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করেন নাঈম। প্রথম ইনিংসে ছয় উইকেট নেন তরুণ স্পিনার। তবে বিপত্তি ঘটে সেখানেই।

বিজ্ঞাপন

চট্টগ্রামে ব্যাটিং এবং ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান তারুণ অফস্পিনার। পরে এক্স-রে করে চিড় ধরা পড়েছে। যাতে তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নাঈমকে।

বিবৃতিতে বিসিবির চিকিৎসক বায়েজেদুল ইসলাম বলেন, ‘প্রথম টেস্টে ব্যাটিং এবং ফিল্ডিং করার সময় ডান হাতের মধ্যমা আঙুলে আঘাত পান নাঈম। ম্যাচের পর এক্স-রে করলে তাতে চিড় ধরা পড়ে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিস করবে সে।’

নাঈমের ছিটকে পড়াটা বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদই। চট্টগ্রামে ছয় উইকেট নিয়ে দুর্দান্ত ফর্মের জানান দিয়েছিলেন বলেই নয়, স্কোয়াডে তিনি ছাড়া আর অফস্পিনারই নেই। মেহেদি হাসান মিরাজ চোটের কারণে ছিটকে গেছেন অনেক আগেই।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ২৩ মে। চট্টগ্রামের প্রথম টেস্টটি ড্র’তে নিস্পত্তি হয়েছে।

 

নাঈম হাসান বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর