হজে যাবেন মুশফিক, থাকছেন না ওয়েস্ট ইন্ডিজ সফরে
২১ মে ২০২২ ১১:৫৭
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না মুশফিকুর রহিম। হজ পালন করতে যাবেন অভিজ্ঞ ক্রিকেটার। আগেই ছুটির আবেদন করে রেখেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাতে সম্মতি দিয়েছে।
শনিবার (২১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুশফিককে পাচ্ছি না। হজে যাবে বলে আগেই ছুটির আবেদন করেছিল সে। আমরা ছুটি মঞ্জুর করেছি।
মুশফিক এক মাস আগেই হজে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হজে কোটা পাওয়া না পাওয়া নিয়ে চূড়ান্ত হচ্ছিল না বিষয়টি। হজে কোটা পাওয়া চূড়ান্ত হলে বিসিবি তার লিখিত আবেদন মঞ্জুর করেছে।
ঘরের মাঠে চলতি শ্রীলংকা সিরিজ শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে বাংলাদেশ ক্রিকেট দল। ৫ জুন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটিতে উড়াল দেওয়ার কথা রয়েছে টাইগারদের। এক মাসের সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।
এদিকে, অনেকদিন অফ ফর্মে থাকা মুশফিকুর রহিম রানে ফিরেছেন। শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দারুণ এক সেঞ্চুরি করেছেন অভিজ্ঞ ক্রিকেটার।