সেবার আগুয়েরো এবার গুন্দোয়ান
২৩ মে ২০২২ ০০:৪৫
ক্যালেন্ডারের পাতায় প্রায় এক যুগ হয়ে গেলেও আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর গোলে ম্যানচেস্টার সিটির প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের গল্প ফুটবল ভক্তদের স্মৃতিতে এখনো উজ্জল। শেষ মুহূর্তের গোলে শিরোপা নির্ধারণের পর জার্সি উড়িয়ে আগুয়েরোর সেই গোল উদযাপনের ভাস্কর্য গত সপ্তাহেই উন্মোচন করেছে ম্যানসিটি। সেই গল্পের ১১ বছর পর আবারও নতুন মহাকাব্য। এবারেও মহাকাব্য ম্যানসিটিকে নিয়ে আর এবারের লেখক ইয়াকি গুন্দোয়ান।
বাংলাদেশ সময় রোববার (২২ মে) রাত ৯টায় অনুষ্ঠিত ম্যাচে ঘরের মাঠে ৩-২ গোলের ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো ইংলিশ প্রিমিয়ারের লিগের শিরোপা ঘরে তুলেছেন পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
ম্যাচের ৬৯ মিনিটে কুতিনহোর গোলে যখন ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে অ্যাস্টন ভিলা। তখন অন্য মাঠে সমতায় চলছে লিভারপুল বনাম উলভসের মধ্যকার ম্যাচ। লিভারপুল জিতলেই শিরোপা। অন্যদিকে নিশ্চিত সম্ভবনা নিয়ে মাঠে নামা ম্যানচেস্টার সিটির শিরোপা স্বপ্ন ধূসর। মাথা চুলকাচ্ছেন পেপ গার্দিওয়ালা। ঠিক পর মুহূর্তে মাত্র ৫ মিনিটে ৩ গোল করে মহাকাব্য লিখলেন মাত্রই বদলি হিসেবে নামা গুনদোয়ান ও রদ্রি। যে মহাকাব্য অনেকদিন ফুটবল ভক্তদের চোখে লেগে থাকবে।
৬৮ মিনিটে বার্নার্দো সিলভার বদলি হিসেবে গুন্দোয়ানকে মাঠে নামান ম্যানসিটি কোচ পেপ গার্দিওয়ালা। এর পরের মিনিটেই ব্রাজিলিয়ান তারকা কুতিনহোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। ৭৬ মিনিটে সিটির পক্ষে প্রথম গোলটি করেন গুন্দোয়ান। ২ মিনিট পরেই দলকে সমতায় ফেরান রদ্রি। ৫ মিনিটের মাথায় জয়সূচক গোলের দেখা পান গুনদোগান। ম্যাচে সিটি ড্র করলেও শিরোপা চলে যেতো লিভারপুলের ঘরে। একই সময়ে অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে উলভসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতে নিজেদের দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছিলেন সালাহ-মানেরা।
পেপ গার্দিওলা আগেই সমর্থকদের জানিয়ে রেখেছিলেন ঘরের মাঠে তারা যেন উদযাপনের প্রস্তুতি নিয়েই মাঠে আসে। তবে ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত মোটেই স্বস্তিতে ছিলেন না গার্দিওলা। তার দল যে তীরে এসে তরী ডুবাতে বসেছিলেন। ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে লিভারপুলের কিংবদন্তি স্টিভেন জেরার্ডের দল অ্যাস্টন ভিলার কাছে তখনও ২-০ গোলের ব্যবধানে পিঁছিয়ে সিটিজেনরা। সিটিকে হারাতে পারলে পরোক্ষভাবে তার খেলোয়াড়ি জীবনের ক্লাব লিভারপুলকে শিরোপায় এনে দিতেন জেরার্ড। তবে শেষ পর্যন্ত জেরার্ড পারেননি লিভারপুলকে শিরোপা এনে দিতে। ম্যানচেস্টার সিটির ৫ মিনিটের ঐতিহাসিক প্রত্যাবর্তনে শিরোপা জিতল ম্যানচেস্টার সিটিই। এই প্রত্যাবর্তনটি ঠিক মনে করিয়ে দিল ২০১১/১২ মৌসুমে ৪৪ বছর পর লিগ শিরোপা জয়ের সেই মুহূর্তকে। সেবার সার্জিও আগুয়েরোর ঐতিহাসিক গোলে শিরোপা জিতেছিল সিটি। আর এবার ইয়াকি গুন্দোয়ানের গোলে নিশ্চিত করল টানা দ্বিতীয় লিগ শিরোপা। এটি ম্যানচেস্টার সিটির ৮ম লিগ শিরোপা।
২০১১/১২ মৌসুমের শেষ ম্যাচে সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ওয়েন রুনির একমাত্র গোলে জিতে শিরোপা জয়ের উল্লাসের প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে কুইন্স পার্ক রেঞ্জার্সের (কিউপিআর) বিপক্ষে প্রাণপণ লড়ছেন রবার্তো মানচিনির ম্যানচেস্টার সিটি। খেলা শেষ হওয়ার মাত্র পাঁচ মিনিট বাকি। তখনও ২-১ গোলে পিছিয়ে ম্যানচেস্টার সিটি। রেফারির শেষ বাঁশি বাজার মাত্র তিন মিনিট আগে গোল করে খেলায় সিটিকে সমতায় ফেরান এডেন জেকো। এই গোলেই নতুন করে প্রাণ ফিরে পান মানচিনির শিষ্যরা। ঘড়িতে সময় ৯৩ মিনিট ২০ সেকেন্ড। তখনই গোলটা করলেন সার্জিও আগুয়েরো। বদলে গেল ম্যানচেস্টার সিটির ইতিহাস। হতাশা নেমে আসে ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে। আজ যেমন কাছাকাছি স্বাদ পেল লিভারপুল।
সারাবাংলা/এএম/এসএস