বৃষ্টি থেমে শুরু হয়েছে ঢাকা টেস্ট
২৫ মে ২০২২ ১৬:০৫
বৃষ্টির উপদ্রব শেষে আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার ঢাকা টেস্ট। বৃষ্টির কারণে দীর্ঘ চার ঘণ্টা বন্ধ ছিল ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা।
বুধবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে বৃষ্টির আগমন। তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে আজ ২৫ ওভার খেলা হওয়ার কথা ছিল। সাকিব আল হাসান দিনের ২৫তম ওভারের প্রথম বলটি করতেই বৃষ্টি নামে মিরপুরে।
খেলা বন্ধ হওয়ার পর সেখানেই মধ্যাহ্ন বিরতি ঘোষণা করা হয়। তারপর পাক্কা ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৪টায় পূনরায় মাঠে গড়ায় খেলা। খেলা বন্ধ হওয়ার আগে ৪ উইকেটে ২১০ রান তোলে শ্রীলংকা। শ্রীলংকার দুই ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুস ২৫ ও ধনঞ্জয়া ডি সিলভা ৩০ রানে অপরাজিত ছিলেন।
আজ সকালে শ্রীলংকার নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে সরাসরি বোল্ড করেন ইবাদত হোাসেন। শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ব্যক্তিগত ৮০ রানের মাথায় দুর্দান্ত এক ডেলিভারিতে সরাসরি বোল্ড করেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত শ্রীলংকার পতন হওয়া চার উইকেটের দুটি পেয়েছেন সাকিব, দুটি ইবাদত।
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে তুলেছিল ৩৬৬ রান।