Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে শেখানোর আর কী আছে?


২৫ মে ২০২২ ২০:০৪

বাংলাদেশ-শ্রীলংকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সকালের ঘটনা। শ্রীলংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে তখন ব্যাট করেছিলেন ৮০ রানে। শ্রীলংকা ইনিংসের ৫৬তম ওভারে সাকিবের বলটা অফস্ট্যাম্পের খানিক বাইরে পরলে করুনারত্নে হয়তো হিসেব কষেছিলেন টার্ন করে মিডল স্ট্যাম্প বরাবর আসবে, সে অনুযায়ীই ব্যাট চালিয়েছিলেন। কিন্তু সাকিবের হাত থেকে বের হওয়া ঘূর্ণি জাদু টার্ন করে করুনারত্নের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত করল লেগ স্ট্যাম্পে! করুনারত্নে যেন হতভম্ব।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবের সেই ডেলিভারি হতভম্ব করেছে অনেককেই। হতভম্ব হয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেও। দিনের খেলা শেষ বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ডোনাল্ড বললেন, আমি সাকিবের ভক্ত। তাকে শেখানোর আর কী আছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরা সাকিব সিরিজের আগে হঠাৎ-ই অনিশ্চিত হয়ে পড়েছিলেন। প্রত্যাশার চেয়ে আগেই ভাইরাস থেকে মুক্তি মিললে মাত্র ৪০ মিনিটের অনুশীলনে নেমে পড়েছিলেন চট্টগ্রাম টেস্ট খেলতে। চট্টগ্রামে দুই ইনিংসেই বল হাতে শ্রীলংকানদের ভয়ের কারণ ছিলেন সাকিব।

ব্যতিক্রম হচ্ছে না ঢাকাতেও। ঢাকটা টেস্টের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ২৬ ওভারে ৫৯ রান খরচ করে নিয়েছেন তিন উইকেট। আজ করুনারত্নেকে বোকা বানানোর ওই ডেলিভারিটি সম্পর্কে বলতে প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের উদাহরণ টানলেন ডোনাল্ড।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাকিবের মতো একজনকে আপনি কি শেখাবেন? শেন ওয়ার্নের মতো সে–ও অনেক অভিজ্ঞ। সে সব কন্ডিশনে খেলেছে। পুরো দলকে সে চাঙা করে রাখে। ঠিক জায়গায় বল করেই যায়।’

বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের প্রসঙ্গও টানলেন ডোনাল্ড, ‘সাকিব ও রাঙ্গার (রঙ্গনা হেরাথ) মধ্যে খুব ভালো সম্পর্ক। সাকিব যখন স্পিন বোলিং নিয়ে কথা বলে, তখন মনে হয় সে তার জগতে আছে। আমি সাকিবের অনেক বড় ভক্ত। যখন এবির (ডি ভিলিয়ার্স) মতো ক্রিকেটার বলে, সাকিবের বোলিংয়ে ক্রিজ ছেড়ে খেলা কঠিন। তাহলে অবশ্যই এটা কঠিন।’

সাকিব মাঠে থাকলে নিজে যেমন পারফর্ম করেন অন্যদেরও পারফর্ম করার জন্য অনুপ্রাণিত করেন। সাকিবকে আজ প্রসংশায় ভাসিয়েছেন ডোনাল্ড, ‘সে খুবই চতুর একজন ক্রিকেটার। বলের গতি খুব সুন্দর করে সে কমায়, বাড়ায়। আজ সে আবার সেটি করে দেখিয়েছে, যেটার জন্য সে পরিচিত। আশা করি, সে আগামীকাল পাঁচ উইকেট শিকার করবে। তার মতো একজনের দলে থাকা অসাধারণ। তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ অমূল্য সম্পদ।’

বিজ্ঞাপন

অ্যালান ডোনাল্ড বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর