নয় শূন্যতে বাংলাদেশের লজ্জার রেকর্ড
২৭ মে ২০২২ ১৮:০৯
আসিথা ফার্নান্দোর বলে চালাতে গিয়ে ব্যাটে-বলেই করতে পারলেন না খালেদ আহমেদ। মিডল স্টাম্প উপড়ে গেল বাংলাদেশের দশম ব্যাটারের। শ্রীলংকার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশি ব্যাটারদের যেটা নবম বার শূন্য রানে আউট হওয়ার ঘটনা। তাতেই লজ্জার এক বিশ্বরেকর্ডে নাম উঠল বাংলাদেশের।
টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে এক ম্যাচে কোনও দলের সবচেয়ে বেশি ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এটি। অতীতে এক ম্যাচে কোনও দলেরই নয়ের চেয়ে বেশি ব্যাটার শূন্য রানে আউট হয়নি।
অবশ্য লজ্জার এই রেকর্ডে বাংলাদেশ প্রথম দল নয়। এর আগে এক ম্যাচে শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের নয়জন করে ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে চন্ডিগড় টেস্টে শ্রীলংকার ৯ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৯ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। বাংলাদেশ আজ মিরপুরে তাদের সঙ্গী হলো।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসেই লজ্জার রেকর্ড গড়ার সম্ভবনা তৈরি করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ছয়জন ব্যাটার ফিরেছিলেন শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফেরেন তিন জন।
এর মধ্যে তামিম ইকবাল এবং খালেদ আহমেদ আবার বিরল ‘পেয়ার’ এর শিকার হয়েছেন। অর্থাৎ ম্যাচের দুই ইনিংসেই ডাক, দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছেন।
ঢাকা টেস্টে বাংলাদেশের নয় ব্যাটারের পাশাপাশি শ্রীলংকার দু’জন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। অর্থাৎ এক টেস্টে ১১ জন, এটিও বিশ্বরেকর্ড। অতীতে এক টেস্টে দুই দল মিলিয়ে ১১ জনের চেয়ে বেশিজন ব্যাটার আউট হননি।
সারাবাংলা/এসএইচএস