Sunday 22 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এগিয়েছে, ভারত পিছিয়েছে


১৫ ডিসেম্বর ২০১৭ ১৮:৪৯ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৮

স্পোর্টস করেসপন্ডেন্ট

মানুষ আসলে আশায় বাঁচে। দেশের ফুটবলের অবশিষ্ট আশাটি জ্বলজ্বল করছে মেয়েদের হাত ধরেই। সালমা-কৃষ্ণাদের হাত ধরেই দক্ষিণ এশিয়ায় মাথাচাড়া দিয়ে উঠছে দেশের মেয়েরা। ধারাবাহিক সাফল্যে এ অঞ্চলে একটা শক্ত অবস্থান তৈরি করেছে টাইগ্রিসরা। তারই সুস্পষ্ট প্রতিফলন ফিফা র‌্যাঙ্কিংয়েও। বাংলাদেশ তর তর করে উপরে উঠছে। অন্যদিকে ভারত এবার পিছিয়েছে।

প্রথমবারের মতো ১০০ ঘরে ঢুকলো গোলাম রাব্বানি ছোটনের শীষ্যরা। দেশের ইতিহাসে পুরুষ-নারী মিলে এটাই প্রথম ঘটলো। ১০০-র মধ্যে অবস্থান করছে সানজিদারা। বাংলাদেশের বর্তমান পয়েন্ট হলো ১০০৩।

ফিফার সবশেষ প্রদেয় র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ লাফ দিয়ে ১০৬ থেকে ১০০ পা রেখেছে বাংলাদেশ। অন্যদিকে এক ধাপ নিচে নেমে গেছে ভারতের মেয়েরা। ৫৭ তে অবস্থান করছে তারা।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে জার্মানী ও ইংল্যান্ড। এশিয়ার একটি দেশই সেরা দশে আছে তা হলো জাপান। এছাড়া দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ও চিনও সেরা বিশে অবস্থান করছে।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর