Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেরাথের ক্লাসে ৩২ স্পিনার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ মে ২০২২ ২০:২০ | আপডেট: ২৮ মে ২০২২ ২০:২২

একটা সময় বলা হতো বাংলাদেশে অফ স্পিনের ঘাটি। কিন্তু এখন অফস্পিনারের জন্যই হাহাকার। পাইপলাইনে স্পিনার বাড়াতে কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথকে নিয়ে বিশেষ ক্যাম্পের উদ্যোগ নিয়েছে বিসিবি।

রঙ্গনা হেরাথের অধিনে চার দিনের বিশেষ ক্যাম্প আয়োজন করা হবে। এতে থাকবেন ৩২ জন স্পিনার। আগামীকাল রোববার (২৯ মে) থেকে ১ জুন পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ক্যাম্প।

সদ্য সমাপ্ত শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে অফস্পিনারের চরম সংকটে ভুগেছে বাংলাদেশ। নিয়মিত স্পিনার মেহেদি হাসান মিরাজ ইনজুরিতে পড়লে তার জায়গায় নাঈম হাসান ডাক পান। পরে নাঈমও চোট পেলে বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই ঢাকা টেস্ট খেলছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচে একজন স্পিনারের অভাব অনুভব হয়েছে বারবারই। সাকিব আল হাসান সরাসরি সেটা বলেছেনও। যাতে টনক নড়ল হয়তো বিসিবিরও।

মূলত ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা স্পিনারদেরই ডাকা হয়েছে ক্যাম্পে। পারিবারিক কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তার আগে ক্যাম্প সম্পন্ন করবেন শ্রীলংকান এই কোচ।

বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, সাহাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন,আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি , তুষার মিয়া, অনিক, তাজ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।

সারাবাংলা/এসএইচএস

বিসিবি রঙ্গনা হেরাথ

বিজ্ঞাপন

বরিশালে এনসিপির পদযাত্রা
১৬ জুলাই ২০২৫ ০১:৪৩

আরো

সম্পর্কিত খবর