Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ডবলের ফাইনাল শনিবার


১৫ ডিসেম্বর ২০১৭ ১৯:১২ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৭ ১৯:১৩

স্পোর্টস করেসপন্ডেন্ট
খোকন-উদয়ন বিল্ডার্স বিজয় দিবস উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী হ্যান্ডবলের মিলন মেলা শেষ হতে চলেছে। শনিবার (১৬) বিজয় দিবসের দিনেই পুরুষ ও নারীদের ফাইনালের মধ্য দিয়ে হ্যান্ডবলযজ্ঞের পর্দা নামছে।

গুলিস্তানস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে শনিবার দুপুরে ফাইনাল ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।

প্রথম ফাইনালে দুপুর দেড়টায় নারী বিভাগের দুই ফাইনালিস্ট বিজেএমসি ও বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব মাঠে নামবে। অন্যদিকে পুরুষ বিভাগে বিকাল তিনটায় বর্ডার গার্ড বাংলাদেশের বিপক্ষে লড়বে বাংলাদেশ আনসার।

আজ শুক্রবার নারী ও পুরুষ বিভাগের সেমিফাইনাল ম্যাচগুলো শেষ হয়েছে। পুরুষ বিভাগে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭-২২ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১১ গোলে এগিয়ে ছিল।

পরের ম্যাচ বাংলাদেশ আনসার ৪২-২৫ গোলে কোয়ান্টামকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-১৫ গোলে এগিয়ে ছিল।

অন্যদিকে, নারী বিভাগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২১-০৮ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৪-০৪ গোলে এগিয়ে ছিল। বিজেএমসি ৩২-১৫ গোলে বাংলাদেশ আনসারকে পরাজিত করে । বিজয়ী দল প্রথমার্ধে ১৪-০৫ গোলে এগিয়ে ছিল।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর