বিশ্বকাপের পরেই আর্জেন্টিনাকে বিদায় জানাবেন ডি মারিয়া
৩১ মে ২০২২ ১৪:২৩
বিশ্বকাপের সময় ঘনিয়ে আসছে। কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তাই জুন থেকে সরে বিশ্বকাপ নেওয়া হয়েছে নভেম্বরে। এর আগে বুধবার (১ জুন) রাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। এমন দ্বৈরথের আগে অ্যাঞ্জেল ডি মারিয়া জানিয়েছেন, কাতার বিশ্বকাপের পরেই আর্জেন্টিনার জার্সি খুলে রাখবেন তিনি।
ওয়েম্বলিতে বুধবার (১ জুন) ‘লা ফিনালিসিমা’ ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে ডি মারিয়া বলেন, ‘বিশ্বকাপের পর আমার জাতীয় দলের ক্যারিয়ারের ইতি ঘটবে।’
নিজের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পিএসজি তারকা আরও বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে দলে অনেকেই উঠে এসেছে। যারা প্রতিনিয়ত উন্নতি করে প্রমাণ করেছে যে তারা এখন খেলার যোগ্য।’
৩৪ বছর বয়সী ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে ১২১টি ম্যাচ খেলেছেন। করেছেন ২৪ গোল। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকাও নিশ্চিত হয়েছে তারই গোলে। ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি করেছেন।
ইতোমধ্যেই পিএসজিকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। ক্লাব ফুটবলে সামনের মৌসুমে কোথায় খেলবেন তা নিয়ে এখনো কিছুই জানাননি তিনি। তবে আন্তর্জাতিক ফুটবলকে যে আগামী ডিসেম্বরে বিদায় জানাচ্ছেন সেটা বলে দিয়েছেন ডি মারিয়া। তিনি বলেন, ‘এত বছর খেলার পর এবং যা চেয়েছি তা অর্জনের পরেও খেলা চালিয়ে গেলে সেটা হবে স্বার্থপরের মতো। তাই কাতার বিশ্বকাপের পর আমি অবশ্যই সরে দাঁড়াবো।’
সারাবাংলা/এসএস
অ্যাঞ্জেল ডি মারিয়া আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ ২০২২ ডি মারিয়ার অবসর