সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি: মেসি
৩১ মে ২০২২ ১৪:৩৫
২০২১ সালে রিও ডি জেনেরিওতে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জয় করে আর্জেন্টিনা। আর এতেই ঘুচে ২৮ বছরের শিরোপা খরা। সেবারের আসরে লিওনেল মেসির ছিলেন দুর্দান্ত। বল পায়ে এক অনন্য মেসির দেখা মেলে সেবার। এবার আর্জেন্টিনার সামনে আরও একটি শিরোপা জয়ের হাতছানি। ওয়েম্বলিতে বুধবার (১ জুন) ‘লা ফিনালিসিমা’ ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে ইরোপ চ্যাম্পিয়ন ইতালি মুখোমুখি হবে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।
ওয়েম্বলিতে বুধবার (১ জুন) ‘লা ফিনালিসিমা’ ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে আর্জেন্টাইন মহাতারকা এবং অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, আর্জেন্টাইন সমর্থকদের জন্য আরও একটি শিরোপা আনতে যাচ্ছেন তিনি।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে বুধবার রাতে ইউরোজয়ী ইতালির মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। কোপা জয়ী দলকে নেতৃত্ব দিয়ে আরেকটি শিরোপা এনে দিতে চান ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘এটা নিছক একটা ম্যাচ নয়; ফিফা স্বীকৃত প্রতিযোগিতা। আর্জেন্টিনার মানুষ ও সমর্থকদের জন্য আরেকটি শিরোপা আনতে যাচ্ছি।’
পিএসজিতে লিগ ওয়ান জিতলেও মেসি এখনো ভুলতে পারেননি বার্সেলোনাকে। আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘মানতে তো কষ্ট হয়-ই। কখনো ভাবিনি (বার্সা ছাড়া) অন্য ক্লাবে খেলব। আর্জেন্টিনার হয়ে অনেকগুলো ফাইনাল হারের পর গত বছর কোপা আমেরিকার শিরোপা জয় অনেক আনন্দের ছিল। খুব খুশি মনে বার্সেলোনায় ফিরেছিলাম। এসেই হঠাৎ কী যে হয়ে গেল!’
সারাবাংলা/এসএস