Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ জুন ২০২২ ২৩:২৭

বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। গত বছরের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বর্ষসেরা রানারআপ হয়েছেন জাতীয় দলের ফুটবলার তপু বর্মণ ও দিয়া সিদ্দিকী। দর্শকদের ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ড জিতেছেন ফুটবলার তপু বর্মণ।

মহামারী করোনাভাইরাসের কারণে গত দুই বছর ক্রীড়া পুরস্কার দিতে পারেনি বিএসপিএ। আজ শুক্রবার (৩ জুন) রাজধানীর একটি হোটেলে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে গত বছরের বিভিন্ন ক্যাটাগরিতে মনোনিত বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন শারমিন আক্তার, বর্ষসেরা আর্চারের পুরস্কার জিতেছেন দিয়া সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হয় ২০১৯ সালের বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের সবাইকে।

বিএসপিএ’র বার্ষিক অনুষ্ঠানে আজ ক্রীড়াক্ষেত্রের তারার হাঁটই বসেছিল বলা চলে। দেশের সব ধরনের ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এই পুরস্কার বিতরণি অনুষ্ঠানে।

চমৎকার লেজার শো দিয়ে শুরু হয় আয়োজন। । ক্রীড়ালেখক সমিতির সদস্যদের মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত বিএসপিএর কার্যক্রমের সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানের এক ফাঁকে। ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আয়োজনে।

বর্ষসেরা ক্রীড়াবিদ হওয়া মিরাজের গত বছরটা দুর্দান্তই কেটেছে। গত বছর ৭ টেস্ট খেলে ২৫ উইকেট নিয়েছেন অফস্পিনিং অলরাউন্ডার। টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেয়েছেন গত বছর। ওয়ানডেতে ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মিরাজ। গত বছর বাংলাদেশ ঘরের মাঠে যে দুটি সিরিজ জিতেছে দুটিতেই বড় অবদান মিরাজের।

এক নজরে বিএসপিএ’র বর্ষসেরা পুরস্কার-

বর্ষসেরা ক্রীড়াবিদ ও বর্ষসেরা ক্রিকেটার: মেহেদী হাসান মিরাজ।

বর্ষসেরা ফুটবলার ও পপুলার চয়েজ অ্যাওয়ার্ড: তপু বর্মণ।

বর্ষসেরা নারী ক্রিকেটার: শারমিন আক্তার।

বর্ষসেরা আর্চার: দিয়া সিদ্দিকী।

উদীয়মান খেলোয়াড়: রিতু আক্তার (অ্যাথলেট), আলী কাদের (জিমন্যাস্ট) ও শরিফুল ইসলাম (ক্রিকেটার)।

বর্ষসেরা নারী বডিবিল্ডার: মাকসুদা আক্তার।

বর্ষসেরা সাইক্লিস্ট: ফয়সাল হোসেন।

বর্ষসেরা হকি খেলোয়াড়: সোহানুর রহমান।

বর্ষসেরা কোচ: অস্কার ব্রুজোন।

বর্ষসেরা ফেডারেশন: দাবা ফেডারেশন।

বর্ষসেরা স্পনসর: আমরা নেটওয়ার্ক।

বর্ষসেরা তৃণমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: ক্রিকেট কোচ আজমিরুজ্জামান আমির বাবু ও ফুটবল কোচ আকবর আলী।

বিশেষ সম্মাননা পেয়েছেন- সাবেক ফুটবলার আবদুল গাফফার, বর্ষসেরা ক্রীড়া সংগঠক হয়েছেন সৈয়দ শাহেদ রেজা।

সারাবাংলা/এসএইচএস

বিএসপিএ মেহেদী হাসান মিরাজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর