Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটে ১০০ বলের নতুন ফরম্যাট!


১৯ এপ্রিল ২০১৮ ১৮:৫৫

সারাবাংলা ডেস্ক ।।

টেস্ট, ওয়ানডের পর চালু হয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। এবার দেখা যেতে পারে ১০০ বলের ক্রিকেট ফরম্যাট। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এমন নতুন ফরম্যাটের ক্রিকেট ম্যাচ আনতে চাইছে। তবে, বিষয়টি গোপন রাখতে চাইলেও তা ফাঁস করে দিয়েছে ইংলিশ গণমাধ্যমগুলো।

জানা যায়, আট দল নিয়ে ইংলিশ ক্রিকেট বোর্ড ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট চালু করতে চাইছে। দর্শক আকর্ষণ বাড়াতেই তাদের এই পরীক্ষামূলক চিন্তা-ভাবনা। যা সাধারণ টি-টোয়েন্টি ম্যাচের থেকেও ২০ বল কম।

১০০ বলের ম্যাচ হলেও ক্রিকেট ঐতিহ্য ভাঙতে চায়নি আয়োজকরা। প্রতি ওভারে একজন বোলার ৬টি করেই বল করবেন। এভাবেই খেলা হবে ১৫ ওভারের। তাতে বল হবে ৯০টি। বাকি ১০টি বল করা হবে ইনিংসের শেষ ওভারে।

ইতোমধ্যে নাকি এই টুর্নামেন্টের জন্য ভেন্যুও ঠিক করে ফেলেছে আয়োজকরা। খেলা হবে সাউদাম্পটন, বার্মিংহাম, লিডস, লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ এবং নটিংহ্যাম্পশায়ারে। আট দলের এই টুর্নামেন্ট দেখা যেতে পারে ২০২০ সালে। পুরুষদের পাশাপাশি এই ১০০ বলের নতুন ফরম্যাটে নারীদের লিগও চালু হবে। আর তাতে ব্রডকাস্টার প্রতিষ্ঠান সহ ক্রিকেটাররাও নাকি বেশ আগ্রহী।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর